Top 150 Motivational Quotes In Bengali can help you reach your potential each day. Sure, theyre just words. But theyre positive words. And if youre on the verge of giving up or struggling to push yourself to the next level, sometimes thats just what you need. So, lets dive into what motivation is, how to motivate yourself, and the motivational quotes thatll get you back on track. These motivational quotes will give you the jumpstart your day needs…

Table of Contents
Motivational Quotes In Bengali
জীবনকে এক লম্বা যাত্রাপথ
মনে করে এগিয়ে যাও
তোমার উদ্দেশ্য ঠিক থাকলে
একদিন সঠিক পথের সন্ধান পাবেই।

যদি কেউ কোনোদিন তোমায়
ছোটো করতে চায়,
ভেবে নিও তুমি তাদের
চেয়ে অনেক ওপরে আছো।
ভুল তারাই করে যারা কর্ম
করতে থাকে অকর্মন্য দের
জীবন তো অন্যদের খুঁত
খুঁজতেই শেষ হয়ে যায়।
যদি সুখী হতে চাও, তবে এমন একটি লক্ষ্য ঠিক করো,
যা তোমার বুদ্ধি আর শক্তিকে জাগ্রত করে, এবং
তোমার মাঝে আশা আর অনুপ্রেরণা সৃষ্টি করে

ধৈর্য ধরো। মনকে শক্ত করো।
মনে রেখো, সময় সর্বদা এক অবস্থায় থাকে না।
খারাপ সময়ের পরেই ভালো সময় আসে।
পৃথিবীতে যত পাত্র আছে তাতে কিছু রাখা হলে তার স্থান ছোট হয়ে আসে।
তবে জ্ঞানের পাত্র এর ব্যতিক্রম। এতে যতই জ্ঞান ঢালা হয় তত তা বৃদ্ধি পেতে থাকে।
তিনি আরও বলেন: যা কিছু শোন সেগুলো থেকে সব চেয়ে ভাল কথাগুলো লিখে রাখ। আর যা কিছু
লেখ সেগুলো থেকে সব চেয়ে ভালোকথা গুলো সংরক্ষণ কর আর যা কিছু
শোন সেগুলো থেকে চেয়ে ভাল কথাগুলো মানুষকে বল।

যে ব্যক্তি কাউকে গোপনে উপদেশ দিল সে তাকে খুশি করল ও সুশোভিত করল
আর যে ব্যক্তি প্রকাশ্যে কাউকে উপদেশ দিল সে যেন তাকে লাঞ্ছিত ও কলঙ্কিত করল।
জনৈক জ্ঞানী বলেন: সব কিছুই ছোট আকারে শুরু হয় পাপ ছাড়া। কারণ, কেউ বড় পাপ করতে শুরু করলে
জনৈক জ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞেস করা হল, আপনি জ্ঞান কোথা থেকে অর্জন করেছেন? তিনি বললেন,
অন্ধের কাছ থেকে। কারণ, সে মাটিতে পা ফেলে না লাঠি দ্বারা তা ভালভাবে পরীক্ষা না করে।
Motivational Quotes in Bangla by Famous Peoples
এটা ভেবো না কে কখন
কোথায় কেন বদলে গেল!
শুধু ভেবো ও কি দিয়ে
গেল আর কি শিখিয়ে গেল

কোনওকিছু যদি সত্যিই
তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়
তবে তুমি তা করবেই।
কোনও বাধাই তোমাকে
থামাতে পারবে না
সমালোচনা তারাই করে যাদের
নিজের ভালো কাজ করার
ক্ষমতা নেই এবং অন্যের ভালো
যারা কোনোদিন দেখতে পারেনা।
শূন্য থেকে শুরু
আবার শূন্যে হবে শেষ!
মাঝে শুধু রয়ে যাবে,
ভালো-মন্দের রেষ।
আমার আমার করি সবাই,
আমার বলে কিছুই নাই!
কদিনের এই মায়ার খেলায়
কেউ বা হারে কেউ বা জিতে যায়।

নিজেকে যদি শক্তিশালী
করে তুলতে চাও তাহলে একলা
কিভাবে থাকতে হয় তা শিখে নাও।
প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করে না
কিন্তু সাফল্যের পরে সবাই
পাশে থাকার বাহানা খোঁজে।
কষ্ট মানুষ কে পরিবর্তন করে,
কষ্ট মানুষ কে শক্তিশালি করে
আর প্রতিটি কষ্টের অভিঙ্গতাই
আমার জন্য নতুন শিক্ষা।

কেউ যদি তোমার জীবন থেকে
সরে যেতে চায় তবে, তাকে যেতে দাও
কখনো বাধা দিয়ো না মনে রাখবে
নদীর স্রোত ও কিন্তু বৃষ্টি হয়ে ফিরে আসে।
লোকমান (রহ বলেন: মানুষ যখন গর্ব করে সুন্দরভাবে কথা বলার মাধ্যমে; তুমি
তখন গর্ব কর নীরবতা সহকারে অন্যের কথা সুন্দরভাবে শোনার মাধ্যমে।
পানি গর্ত সৃষ্টি করে। কিন্তু তা শক্তি দিয়ে নয় বরং
অব্যাহত পতনের কথা যদি অন্তর থেকে বের হয় তবে তা
অন্তরে প্রবেশ করে। কিন্তু তা যদি শুধু মুখ থেকে বের হয় তা কান অতিক্রম করে না

মানুষের অস্থির ধমনীকে শান্ত করার জন্য উপযুক্ত সময়ে
একটি সুন্দর কথা বলার চেয়ে কার্যকরী কোন চিকিৎসা আবিষ্কৃত হয় নি।
জীবনে সফলতা পেতে হলে পরিশ্রমে বিশ্বাসী! জুয়ায় ভাগ্যের বিচার হয়।
সততা একটি ছোট গাছের মত। সেটি লাগানোর পর পরিচর্যা
নেয়া প্রয়োজন যেন তা শক্ত হয় ও বৃদ্ধি পায়।
ব্যর্থতাকে নিয়ে চিন্তা করবেন না
কারণ আপনাকে একবারই
মাত্র সঠিক হতে হবে

প্রেম নয় বরং ক্যারিয়ার কে
গুরুত্ব দিন ভালোবাসা
আপনা আপনি চলে আসবে!
আপনি যদি জীবনে শান্তি চান, অন্যের বিরুদ্ধে অভিযোগ করার চেয়ে নিজেকে পরিবর্তন করা ভাল।
কারণ সারা বিশ্বে কার্পেট বিছানোর চেয়ে নিজের পায়ে চপ্পল পরা সহজ।
চেষ্টা কখনো ছাড়া উচিত নয়,
কারণ চাবিগুচ্ছের শেষ চাবিটিও
কিন্তু তালা খুলতে পারে
Motivational Caption in Bengali for Status
যাদের নিজের কোন যোগ্যতা
থাকে না তারাই অন্যদের নিয়ে
বেশি সমালোচনা করে।

অপমান করতে যোগ্যতা লাগে না
তবে সম্মান করতে শিক্ষা লাগে!
মন পরিষ্কার রাখুন কারণ শেষ
হিসেবটা অর্থের নয় কর্মের হবে!
নিজেকে নিজেই সামলাতে শিখো প্রিয়;
এই শহরের মানুষ আবহাওয়ার মত পরিবর্তন হয়।

তর্কে নয়, আমি দুরত্ব বাড়িয়ে
গুরুত্ব বোঝানোয় বেশি বিশ্বাসী!
নিজের প্রতি সৎ থাকো
নিজের ওপর বিশ্বাস রাখো।
তাহলেই তুমি সবকিছু করতে সক্ষম হবে।
পৃথিবীর কোনো শক্তি নেই যা
তোমার বাধা হিসেবে দাড়ায়।
যে সমস্ত জ্ঞান তােমায় শক্তিশালী
মজবুত করে তাকে গ্রহণ করাে এবং
যে বিচার ও জ্ঞান তােমায় দুর্বল করে
তাকে দূর করে দেওয়া প্রয়োজন।

যদি সত্যিই মন থেকে কিছু
করতে চাও তাহলে পথ পাবে,
আর যদি না চাও তাহলে অজুহাত পাবে।
ভাগ্য বলে কিছু নেই,
যা আছে তা হল শুধুমাত্র কর্মের
ফল যা প্রত্যেকের চেষ্টা ও
যত্নের ফলে গড়ে ওঠে।
আপনার লক্ষ্য সম্পর্কে উত্সাহী এবং উত্সাহী হন.. বিশ্বাস রাখুন, কঠোর পরিশ্রমের ফলই সাফল্য…!
সমস্ত শক্তি তোমার ভিতরে
বিরাজমান রয়েছে,
নিজেকে কখনােই দুর্বল ভেবাে না।
ওঠো নিজেকে জাগিয়ে তােলাে,
নিজের ভেতরের শক্তিকে চিনতে
শিখো তারপর দেখবে জগৎ
একদিন তােমার হাতের মুঠো।

যদি তুমি ব্যর্থ হও অর্থ্যাৎ FAIL করাে
তাহলে মােটেই হাল ছেড়ে দিওনা।
কারণ FAIL শব্দটার একটা অন্য মানে
আছে First Attempt in Learning
অর্থাৎ শিক্ষার প্রথম ধাপ।
অসাধারণ হওয়ার জন্য কঠিন
যুদ্ধে নামার চ্যালেঞ্জ নিতে হবে,
যতক্ষণ না আপনি আপনার
লক্ষ্যে পৌছাচ্ছেন।
স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত
তােমাকে স্বপ্ন দেখতে হবে
আর স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখ
স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা
তােমাকে ঘুমাতে দেয় না।

Bangla Motivational Quotes by Vivekanand
তুমি যদি সমস্যাকে বড় করে দেখ তাহলে
কখনও সমাধানের পথ খুঁজে পাবে না।
যেখানে পরিশ্রম নেই
সেখানে সাফল্য ও নেই।
হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না
মানুষের ভাগ্য থাকে তার কর্মে।

পরিচয় দ্বারা পাওয়া কাজ
কিছু সময়ের জন্যই থাকে,
কিন্তু কাজ থেকে প্রাপ্ত
পরিচয় সারাজীবন থাকে।
আপনি যদি জীবনে শান্তি চান, অন্যের বিরুদ্ধে অভিযোগ করার চেয়ে নিজেকে পরিবর্তন করা ভাল।
কারণ সারা বিশ্বে কার্পেট বিছানোর চেয়ে নিজের পায়ে চপ্পল পরা সহজ।
সুযোগ খোঁজার থেকে সুযোগের
জন্য নিজেকে প্রস্তুত করো।
শুধু দাঁড়িয়ে নদী দেখতে থাকলে
আপনি কোনদিনও সেই নদী পার
করতে পারবেন না পার করতে হলে
আপনাকে অবশ্যই সঠিক পদক্ষেপ নিতে হবে।

সমস্যা তোমাকে থামিয়ে
দেয়ার জন্য আসে না
বরং তোমাকে পথ দেখাতে আসে।
সফলতার গল্প পড়াে না কারণ
তা থেকে তুমি শুধু বার্তা পাবে,
ব্যর্থতার গল্প পড় সফল
হওয়ার কিছু ধারণা পাবে।
তুমি তােমার ভবিষ্যত পরিবর্তন করতে পারবেনা
কিন্তুু অভ্যাস পরিবর্তন করতে নিশ্চই পারবে, এবং
সেই অভ্যাসই তােমার ভবিষ্যত পরিবর্তন করে দেবে।

কখনো হতাশ হয়ো না
জীবনে পাওয়া কোনো
এক মুহূর্তের কষ্টটাই এক সময়
সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে।
তুমি তোমার কাজ করতে থাকো,
কে মূল্য দিল না দিল জানার দরকার নেই!
সময় ঠিক মূল্য দিয়ে দেবে।
জীবন ক্ষত ভরা, সময়কে নিরাময় করতে শিখুন,
হেরে যাওয়া মানে মৃত্যুর সামনে আগে জীবন যাপন করতে শেখা।
টাকা পয়সা না থাকলেই
কখনও গরীব হয়না
প্রকৃত গরীব তো সে
যার একটা সুন্দর মন নেই।

Success Motivational Quotes in Bengali
নিজের ওপর বিশ্বাস রাখো
তোমার দ্বারাই সব সম্ভব
জগতে এমন কিছু নেই
যা তুমি পারবে না।
এই সংকল্প নিয়ে এগিয়ে যাও
তুমি সাফল্য পাবেই।
মানুষের ভীতর যদি ইচ্ছাশক্তি থাকে
তাহলে সে বড় থেকে বড় কাজকেও
সহজ বানিয়ে ফেলতে পারে!
যে আজ তোমাকে অবহেলা করছে
গুরুত্ব দিচ্ছে না.. ধৈর্য ধরো,
একদিন তোমাকেই তার
সবচেয়ে বেশি প্রয়োজন হবে।

নিজের জীবনের লড়াই
নিজেকেই লড়তে হবে,
জ্ঞান অনেকেই দেবে
কিন্তু সঙ্গ কেউ দেবে না।
নিজের দূর্বলতা গুলো কখনোই
অন্যজনের কাছে প্রকাশ করো না।
সে যেই হোক পৃথিবীতে দূর্বলতার
সুযোগ কেউ সহজে হাতছাড়া করে না!
আপনি যদি দুর্দান্ত সম্পর্ক চান তবে সেগুলি গভীরভাবে খেলুন।
বিস্ময়কর মুক্তো কিনারায় পাওয়া যায় না…
বাংলা মোটিভেশনাল কবিতা ও স্ট্যাটাস
কথা দেয় অনেকেই কথা রাখে কজন…
নিজের প্রয়োজন মিটলে বদলে যায় প্রিয়জন!

ভালোবাসা বদলায় না, বদলে যায় মানুষগুলো।
অনুভূতিরা হারায় না, হারিয়ে যায় সময়গুলো
নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও
তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও।
Read More : Bengali Friendship Quotes
যদি সুখী হতে চাও,
তবে এমন একটি লক্ষ্য ঠিক করো।
যা তোমার বুদ্ধি আর শক্তিকে
জাগ্রত করে এবং তোমার মাঝে
আশা আর অনুপ্রেরণা সৃষ্টি করে

Inspirational Quotes Bangla – মোটিভেশনাল স্ট্যাটাস
কারও কারও জীবনে বসন্ত নিভৃতে আসে বাইরে প্রকাশ পায় না। তার আমেজে সে নিজেই পুলকিত হয়। -জন ফ্রেচার
কেহ বিশ্বাস করে, কেহ করে না। যে বিশ্বাস করে সেও সত্য-মিথ্যা যাচাই করে না, যে অবিশ্বাস করে সেও না। বিশ্বাস-অবিশ্বাসের প্রশ্নটা নির্ভর করে মানুষের খুশির উপর। -মানিক বন্দ্যোপাধ্যায়
গৌরবময় জীবনের একটি মুহুর্ত সাধারণ জীবনের বিরাট অংশ হতে অনেক বেশি মূল্যবান -স্কট

সময় হচ্ছে সবচেয়ে বড় দেবতা, সব ধ্বংস আর সৃষ্টির জন্যে সময়ই দায়ী। সময়ের চেয়ে বড় দেবতা বা ঈশ্বর দুনিয়াতে আর দ্বিতীয় নাই। -শ্রোডিঞ্জার
আত্নহত্যা নয় আত্নসমৃদ্ধিই জীবনের উদ্দেশ্য। আর তা কেবলমাত্র সম্ভব জীবন উপভোগের মাধ্যমে। -বারট্রান্ড রাসেল
জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই -ইমারসন

জীবন হচ্ছে সাদা কাগজের পাতা। তার মধ্যে আমাদের কেউ কেউ লিখতে পারে তার দু একটা কথা, তারই নেমে আসে রাত্রি -জে আর লাওয়েল
জীবন মানে অনিশ্চিৎ ভ্রমণ -উইলিয়াম শেক্সপিয়র
মানুষের জীবন এক চমৎকার উপকথা, যা বিধাতা নিজে নিখেছেন -হ্যান্স ক্রিশ্চিয়ান এন্ডারসন
মানুষের জীবনের বড় শত্রু হলো তার সংশয়, অবিশ্বাস, সন্দেহ -সমরেশ বসু
বয়েসের সংগে সংগে মানুষের মনের অনুভূতি পরিবর্তন হয় -সিডনি স্মিথ

জীবন হচ্ছে একমাত্র সত্যি ইতিহাস -কার্লাইল
জীবন একটা রঙ্গমঞ্চ; সুতরাং তোমার ভূমিকাভিনয় করতে শিখে নাও, গাম্ভীর্যকে এক পাশে সরিয়ে রেখে। নতুবা জীবনের মর্মবেদনা বহন করতে শেখা অপরের মঙ্গল করতে শেখার চেয়ে প্রাযশঃই ঢের বেশী কঠিন -জসুয়া রথ লিয়েবম্যান
দোষ, গুন, ভূল, ভ্রান্তি মিলেই মানুষের জীবন। অণ্যকে ক্ষমা করার মতো মহৎ মন প্রত্যেকের থাক চাই। -রবার্ট ক্যাম্বারস
যৌবনকালটাই মাধুর্যমন্ডিত যদিও এই সময়েই সাবধানতা অবলম্বন করতে হয় বেশি -প্রিন্সেস
যৌবন যার সৎ সুন্দর ও কর্মময় তার বৃদ্ধ বয়সকে স্বর্ণযুগ বলা যায় -জর্জ গ্রসভিল

তোমার যদি পরিতৃপ্ত মন থাকে তবেই তুমি জীবনকে উপলদ্ধি করতে পারবে -প্লুটাস
যদি ভালোভাবে বাচতে চান তা হলে মনে রাখবেন-সমস্যাকে তুচ্ছজ্ঞান করতে হবে, আর্শীবাদকে গণ্য করতে হবে। -ডেল ক্যার্নেগি
জীবনের পরিধি খুবই ক্ষুদ্র। যত শীঘ্র মানুষ তার ধনসম্পদ ভোগ করতে শুরু করে ততই তার মঙ্গল। -স্যামুয়েল জনসন
যে মানুষ ভূল করে না বস্তুবে সে কিছুই করে না -স্যার জন ফিলিপস
নিষ্ঠার সাথে পরিচর্য়া করলে জীবনের লালিত্য বৃদ্ধি পাবে -রিচার্ড হেনরি
দুর্ভাগ্যের শিক্ষা নিয়মানুবর্তিতা শিক্ষা করতে হয় -আব্দুর রহমান শাদাব

অজ্ঞ লোকেরা অবাস্তব সুখসপ্ন দেখে। - এইচ, এ, ওভার স্টিট
অজ্ঞ লোকেরা সচেতন ভাবে প্রশ্ন করতে পারে না। - জন হেউড
অজ্ঞতার মধ্যে জ্ঞানের বিস্তার যেন অন্ধকারের মধ্যে আলোর প্রবেশ। -ব্রেশি
অজ্ঞতা কারাবাসের সমতুল্য। - কাভেন্টিস
অজ্ঞের পক্ষে নিরবতাই সবচেয়ে উত্তম পন্থা। এটা যদি সবাই জানত তাহলে কেউ অজ্ঞ হত না। - শেখ সাদী
কারো অতীত জেনো না, বর্তমানকে জানো এবং সে জানাই যথার্থ। - এডিসন

ভবিষ্যৎকে জানার জন্যই আমাদের অতীতকে জানা উচিত। - জন ল্যাঙ্ক হন
অতীতকে ভুলে যাও। অতীতের দুশ্চিন্তার ভার অতীতকেই নিতে হবে। - ডঃ আসলার
অতীতকে মুছে ফেলার শ্রেষ্ঠ উপায় হল স্থান পাল্টানো। - সঞ্জিবচট্বোপাধ্যায়
জ্ঞানীর সম্পদ হল তার জ্ঞান আর মূর্খের সম্পদ হল তার অর্থ।
যদি বাঘের দাঁত বের হয়ে থাকতে দেখ তবে মনে কর না যে, সে হাঁসছে।
যে অন্যের বিপদাপদ দেখে তার নিকট নিজের বিপদ তুচ্ছ হয়ে যায়।
যার গোপনীয়তা প্রকাশ পেয়ে যায় তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সংখ্যা বেড়ে যায়।

প্রকৃত বন্ধুরা তারকার মত। তারকা সব সময় দেখা যায় না কিন্তু সেগুলো আকাশেই থাকে।
ঘোড়াকে জোর করে পানিতে টেনে নেয়া সম্ভব। কিন্তু তাকে জোর করে পানি পান করানো সম্ভব নয়।
ঝাড়ুদারের পেশা হল আবর্জনা পরিস্কার করা। আর যারা তাদেরকে ঘৃণা করে তাদের পেশা হল: নোংরা ও আবর্জনা সৃষ্টি করা।
চিরকাল অন্ধকারকে গালমন্দ না করে ছোট্ট একটি বাতি জ্বালানো অনেক ভাল।
কুপে থুথু ফেলনা। কারণ, হয়ত কখনো তোমার এ কুপ থেকে পানি পান করার প্রয়োজন হতে পারে।
গাছ থেকে যখন আপেল পড়ল তখন সবাই বলল, গাছ থেকে আপেল পড়েছে। কিন্তু সব মানুষের মধ্যে এক ব্যক্তিই শুধু জানতে চাইল কেন আপেলটি পড়েছে?
(আর তার মাধ্যমেই আবিষ্কৃত হল

Inspirational Thoughts in Bengali
জীবন চলার পথে পড়ে আছে অসংখ্য পাথর। এতে তোমার চলার পথ যেন থেমে না যায়। বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি কর সাফল্যের সিঁড়ি।
যে হিংসা করে সে সবার আগে নিজের ক্ষতি করে।
আত্মতৃপ্তিতে ভোগা সংকীর্ণ জ্ঞানের পরিচয়।
যারা প্রত্যেক বস্তুরই দাম জানেন কিন্তু কোনও বস্তুরই প্রকৃত মূল্য জানেন না তারাই সমালোচক। - ওসকার ওয়াইড।
পৃথিবীর সুন্দরতম ও শ্রেষ্টতর সড কিছুই স্পর্শ ও দৃষ্টির অতীত। সেগুলি হৃদয় দিয়ে অনুভব করা হয়। - হেলেন কিলা।
এমনভাবে অধ্যায়ন করবে, যেন তোমার সময়াভাব নেই, তুমি চিরজীবি। এমনভাবে জীবনযাত্রা নির্বাহ করবে, যান মনে হয় তুমি আগামীকালই মারা যাবে। - মহাত্মা গান্ধী।

কোন কোনও পরাজয় জয়ের থেকে বেশি বিজয়োল্লাস কারণ হয়। -মাইকেল ডি মনটাগনি।
শিক্ষাকে যদি দুর্মূল্য মনে হয় তবে অঙ্গতাই বাঞ্চনীয়। - ডেরেক বক।
আত্মহত্যা একটি সাময়িক সমস্যার চিসস্থায়ী সমাধান। -আবিগাল ভান।
নিজেকে নিয়ন্ত্রণ কর। তারপর অন্যকে অনুশাসন কর। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন।
অনেক দিন আগেই আমি বুঝেছি যে শুয়োরের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ করতে নেই। শরীর নোংরা হয়ে যাবে এবং শুয়োরটি এইটিই পছন্দ করবে। -
যদি মনে কর তুমি পারবে, কিংবা মনে কর তুমি পারবেনা, দুই ক্ষেত্রেই তোমার বিশ্বাস সঠিক। - হেনরি ফোড।

যে দেশে গুণের সমাদর নেই সে দেশে গুণী জন্মাতে পারে না-ডঃ মুহাম্মদশহীদুল্লাহ।
একটি সুন্দর মুখের চেয়ে একটি কুৎচিত মুখের মধুর কথা অধিকতরসুন্দর-এমার্সন।
নিরবতা এক ধরনের অলস্কার যা মহিলাদের জন্য অত্যন্ত শোভনীয়-হেনরীডেজন।
বিখ্যাত হওয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে বিশ্বাসী হওয়া-ওয়ান্ট হুইটম্যান।
সত্য কথা বলা এবং সুন্দর করে লেখা অভ্যাসের ওপর নির্ভরকরে-রাসকিন।
জীবনে দুটো জিনিস খুবই কষ্টদায়ক।। একটি হচ্ছে, যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না।। আর অপরটি হচ্ছে, যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয়। - সেক্সপিয়ার
যখন কোন পুরুষ কোন নারীকে ভালবাসে, তখন সে তার জন্য সব কিছু করতে পারে। কেবল তাকে ভালবেসে যেতে পারেনা। - অস্কার ওয়াইল্ড

তুমি যদি কাউকে ভালোবাস,তবে তাকে ছেড়ে দাও। যদি সে তোমার কাছে ফিরে আসে,তবে সে তোমারই ছিল।আর যদি ফিরে না আসে,তবে সে কখনই তোমার ছিল না। - -রবীন্দ্রনাথ ঠাকুর
জ্ঞানী মূর্খকে চিনতে পারে কেননা সে জ্ঞানী। পক্ষান্তরে মূর্খ জ্ঞানীকে চিনতে পারে না, কেননা সে মূর্খ।
তোমার স্ত্রীর রুচি বোধকে অবমূল্যায়ণ কর না। কারণ, সে তোমাকে প্রথম পছন্দ করেছে।
তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয় বরং বুদ্ধিমানের কাজ হল তর্কে না জড়ানো।
আহমকের সাথে তর্ক কর না। কারণ, মানুষ হয়ত দুজনের মাঝে পার্থক্য করতে ভূল করবে।
ভূল করা দোষের কথা নয় বরং ভূলের উপর প্রতিষ্ঠিত থাকা দোষণীয়।
রাফেঈ বলেন: যদি তুমি দুনিয়াকে নতুন কিছু উপহার দিতে না পার তবে তুমি দুনিয়ার একটি বোঝা।
মিসরীয় সাহিত্যিক আব্বাস মাহমুদ আক্কাদ বলেন: তিনটি ভাল বই একবার করে পড়ার চেয়ে একটি ভাল বই তিনবার পড়া বেশি উপকার

পৃথিবীটা লবণাক্ত পানির মত। যতই তা পান করবে পিপাসা ততই বাড়বে।
তুমি পাহাড়ের চুড়ার মত হইয়ো না। কারণ, এতে তুমি মানুষকে ছোট দেখবে আর মানুষও তোমাকে ছোট দেখবে।
যে অল্পতে তুষ্ট থাকে তার কাছে এ পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায়।
Read also : 300+ Bengali Quotes | বেস্ট বাংলা কোটস | Quotes In Bengali | Images
যদি নিজে নিজের বিবেককে বড় মনে কর তবে শত্রু সৃষ্টি হবে আর যদি হৃদয়কে বড় কর তবে বন্ধু বৃদ্ধি হবে।
যার ভুল হয় সে মানুষ আর যে ভুলের উপর স্থির থাকে সে শয়তান।
ব্যর্থ মানুষেরা দু প্রকার। এক প্রকার হল, যারা কাজের চিন্তা করেছে কিন্তু কাজ করে নি। আরেক প্রকার হল, যারা কাজ করেছে কিন্তু চিন্তা করে তা করে নি।
ছোট খাট বিষয়ে বিতর্ক করলে প্রচুর সময় নষ্ট হয়। কারণ, আমাদের মাঝে এমন অনেক লোক আছে যারা গুরুত্বপূর্ণ বিষয়ের চেয়ে ছোট-খাট বিষয়গুলো সম্পর্কে বেশি জ্ঞান রাখে।
মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে। কিন্তু যখন কিনা কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে।

যখন অনেক উঁচু স্তরে পৌঁছে যাও তখন নিচের দিকে তাকাও যেন দেখতে পাও কারা তোমাকে এ পর্যায়ে পৌঁছতে সাহায্য করেছে। আর আকাশের দিকে তাকাও যেন আল্লাহ তোমার পদযুগল স্থির রাখেন। অর্থাৎ যেন আল্লাহ তোমার এ মর্যাদা ধরে রাখেন।
যখন হতাশা জীবনকে ঘিরে ফেলে তখন হতাশার সাগরে আশার সেতু রচনা করুন জীবন হয়ে উঠবে সুন্দর।
মানুষ (তোমার কথায় তাদের কান বন্ধ করার আগে তুমি নিজের মুখ বন্ধ কর আর মানুষ ( মুখ খোলার আগে নিজের কান খোল তবেই তুমি সফল মানুষ হবে।
রাগ অবস্থায় যদি কথা বল তবে এমন কথা বলে ফেলতে পর যার জন্য তুমি সারা জীবন লজ্জিত থাকবে।
সচ্চরিত্র মানুষের অনেক খারাপ দিককে ঢেকে দেয় যেমন অসৎ চরিত্র অনেক ভাল দিককে ঢেকে দেয়।
তোমার শক্তিমত্তা যখন তোমাকে অন্যায়-অবিচারের দিকে আহবান করে তখন আল্লাহর শক্তিমত্তার কথা স্মরণ কর।
নীতি হীন মানুষ কাঁটা হীন ঘড়ির মত।

বাংলা মোটিভেশনাল কবিতা ও স্ট্যাটাস
অভ্যাসকে জয় করাই পরম বিজয়। - হযরত আলী
অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মতো ভাবে। -- হযরত আলী
সৎ লোক সাতবার বিপদে পড়লে আবার উঠে কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারে নৃপাত হয় - হযরত সুলায়মান
দুর্নীতি আর অশ্লীলতাই সাহিত্যের প্রান। এই দুইটি সুন্দর হয়েছে যে প্রতিভার হাতে তাকেই আমরা বলি অপরাজেয় শিল্পী। -প্রবাধকুমার সন্যাল
নিচুশ্রেনীর লোকেরা অপরকে কষ্ট দিতে হাতিয়ার হিসেবে তাদের অশ্লীল বাক্যকে ব্যবহার করে। - এডগার এ্যালান পো
অভাগা যদ্যপি চায় সাগর শুকায়ে যায় - মুকুন্দরাম।
পুরুষের দশ দশা, কখনও হাতি কখনও মশা॥ -মীর মশারফ হোসেন।

জীবন সামান্য জিনিষের বৃহৎবন্দন -এ. ডব্লিউ. হালমস
ফুল থেকে শিক্ষা নাও প্রফুল্লতা, ঘুঘু থেকে শিক্ষা নাও নম্রতা, মৌমাছি থেকে শিক্ষা নাও শৃঙ্খলা, পিপীলিকা থেকে শিক্ষা নাও কাজ আর মোরগ থেকে শিক্ষা নাও খুব ভোরে ঘুম থেকে উঠা।
এমন অনেক বিষয় আছে, যে বিষয় সম্বন্ধে অজ্ঞ থাকা মানুষের পক্ষে কল্যাণকর। - ওভিড
আমরা জন্মাই অতৃপ্তি নিয়ে, মারাযাই অতৃপ্তি নিয়ে। - সাইরাস
অকৃতজ্ঞতা অহঙ্কারের মেয়ে। - এডমন্ড বার্ক
অকৃতজ্ঞ মানুষ পরিপূর্ণ মানুষ নয়। - টমাস হাডি
কৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষের চেয়ে শ্রেয়। - শেখ সাদী
আমরা যখন আমাদের কর্তব্য - কর্মে অবহেলা দেখাই, কোন দায়িত্বকে নিষ্ঠার সঙ্গে গ্রহন করিনা, তখনই অকৃতকার্যতা আসে। - ডেল কার্নেগী
অক্ষমের লোভ আলাদীনের প্রদীপের গুজব শুনলেই লাফিয়ে উঠে। - রবিন্দ্রনাথ ঠাকুর
জীবন এমন একটা স্তম্ভ, যা আমারা একা বহন করতে পারি না -জ্যাকুইন মিলার
জীবন হচ্ছে সাদা কাগজের পাতা। তার মধ্যে আমাদের কেউ কেউ লিখতে পারে তার দু একটা কথা, তারই নেমে আসে রাত্রি -জে আর লাওয়েল
জীবন মানে অনিশ্চিৎ ভ্রমণ -উইলিয়াম শেক্সপিয়র

মানুষের জীবন এক চমৎকার উপকথা, যা বিধাতা নিজে নিখেছেন -হ্যান্স ক্রিশ্চিয়ান এন্ডারসন
মানুষের জীবনের বড় শত্রু হলো তার সংশয়, অবিশ্বাস, সন্দেহ -সমরেশ বসু
বয়েসের সংগে সংগে মানুষের মনের অনুভূতি পরিবর্তন হয় -সিডনি স্মিথ
জীবন হচ্ছে একমাত্র সত্যি ইতিহাস -কার্লাইল
বুদ্ধির সীমা আছে কিন্তু বোকামীর কোন সীমা নেই।
বন্ধুত্ব একটি ছাতার ন্যায়। বৃষ্টি যতই প্রবল হয় ছাতার ততই প্রয়োজন পড়ে।
মানুষের সাথে বন্ধুত্ব ছিন্ন করে অর্থ উপার্জন করতে যেও না। কারণ, বন্ধুত্ব স্থাপনই অর্থাপর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম।
মানুষের সাথে সে রূপ আচরণ কর যেমন তারা পছন্দ করে। নিজের পছন্দ মাফিক আচরণ কর না।
তোমার পিঠে কেউ ততক্ষণ পর্ন্তত চড়তে পারবে না যতক্ষণ না তুমি পিঠ নিচু কর।
তুমি যতটা মূল্যবান ততটা সমালচানার পাত্র হবে।
যে অধিকার আদায়ের পেছনে চেষ্টা চালানো হয় তা কখনই বৃথা যায় না।
বেলাল বিন রাবাহ (রহ বলেন: পাপ ছোট কি না তা দেখনা বরং দেখ যার অবাধ্যতা করছ তিনি কত বড়।
অন্তত ষাট হাজার বই সঙ্গে না থাকলে জীবন অচল ।- ইউরোপ কাপানো নেপোলিয়ান

প্রচুর বই নিয়ে গরীব হয়ে চিলোকোঠায় বসবাস করব তবু এমন রাজা হতে চাই না যে বই পড়তে ভালবাসে না ।- জন মেকলে
আমি চাই যে বই পাঠরত অবস্থায় যেন আমার মৃত্যু হয়।- নর্মান মেলর
চিন্তার প্রতিফলন ঘটে স্বভাব বা প্রকৃতিতে। যদি কেউ মন্দ অভিপ্রায় নিয়ে কথা বলে বা কাজ করে দুঃখ তাকে অনুগমন করে। আর কেউ যদি সুচিন্তা নিয়ে কথা বলে বা কাজ করে সুখ তাকে ছায়ার মত অনুসরন করে।
আলস্য ও অতিভোজের দরুন স্থূলকায় নিদ্রালু হয়ে বিছানায় গড়াগড়ি দেয়া স্বভাবে পরিণত হলে সেই মূর্খের জীবনে দুঃখের পুনঃ পুনরাবৃত্তি ঘটবে।
প্রাজ্ঞ ব্যক্তি কখনো নিন্দা বা প্রশংসায় প্রভাবিত হয় না।
রণক্ষেত্রে সহস্রযোদ্ধার ওপর বিজয়ীর চেয়ে রাগ-ক্রোধ বিজয়ী বা আত্মজয়ী বীরই বীরশ্রেষ্ঠ।
আমি ভেড়ার নেতৃত্বে সিংহ বাহিনীকে ভয় পাই না, কিন্তু সিংহের অধীনে ভেড়ার পালকে ভয় পাই। -আলেকজান্ডার
ক্ষম আর দুর্বলেরাই বেশী লম্ফ - ঝম্ফ করে। বলবানেরা বলের প্রমান দেয়। - মোঃ ইউনুস আলী
অসুস্থ লোকের চিন্তা ভাবনাও অসুস্থ থাকে। - বেন জনসন
শিক্ষা মানুষকে উন্নত করে আর অসুস্থতা মানুষকে মানসিক দিক থেকে পঙ্গু করে। - জেমস হো ওয়লে
নীচ লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য। - হযরত আলী
সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতিঅত্যাধিক আকর্ষণ - হযরত আলী

Best Motivation Quotes in Bengali for Status
অসৎ লোকের ধন - দৌলত পৃথীবিতে সৃষ্ট জীবের বিপদ - আপদের কারণ হয়ে দাঁড়া -হযরত আলী
কর্মহীন জীবন হতাশার কাফনে জড়ানো একটি জীবন্ত লাশ -ডেল ক্যার্নেগি
খাটি সরল ও সুস্থ হচ্ছে সেই মন, যে ছোট বড় সকল বস্তুকে সমভাবে গ্রহণ করতে পারে। -স্যামুয়েল জনসন
জীবন খুবই সংক্ষিপ্ত। তোমার সমস্ত কাজ ঠিক সময়মতো করে ফ্যালো। -জর্জ আর্নল্ড
মানুষের সুখ আর পরিশ্রম তার জীবন গড়ে তোলে -লিও টলষ্টয়
আমি যা নই তা হবার এবং আমরা যা করতে পারি না তা করার জন্য অবিরাম সংগ্রাম ই হল জীবন -উইলিয়াম হ্যাজলিট
দুনিয়াতে মানুষের মনই বোধহয় সবচেয়ে দূর্গম ও দুর্জ্ঞেয় -মুহম্মদ আবদুল হাই
এমন কেউ নেই যে কিছু হারায়নি, জীবনভর শুধু পেয়ে গেছে -জন ক্লার্ক
জীবন ক্ষণস্থায়ী, কাজেই উপার্জনের পাশাপাশি তা ভোগ করে যাওয়া উচিত। -স্যামুয়েল জনসন

মনুষের কল্পনাশক্তি না থাকলে পৃথিবীর এত উন্নতি সাধিত হত না -মার্শাল
পরিবর্তন মানে প্রগতি। প্রগতিই জীবন। -রাহাত খান
মানুষের জীবনটাই অগণিত ভুলের যোগফল -হোমারক্রয়
সুন্দর ভাবে বাচতে হলে তোমার দুটো জিনিস দরকার তা হচ্ছে বুদ্ধি এবং রুচিবোধ -জে জি হুইটিয়ার
জীবনকে যদি তুমি ভালোবাস তা হলে সময়ের অপচয় কোরো না। কেননা জীবনটা সময়ের সমষ্টি দ্বারা সৃষ্টি। -ফ্রাম্কলিন
মৃত্যুর চেয়ে কঠিন হচ্ছে জীবন। কেননা দুঃখ-কষ্ট বিপদ আপদ কেবল জীবনেই ভোগ করতে হয় মৃত্যু তা থেকে মুক্তি দেয়। -সক্রেটিস
আমাদের জীবন আমাদের ইচ্ছার উপর নয় আমাদের কর্মের উপর দন্ডায়মান -লিথা গোরাম
বাকপটু ও নির্বোধের সাথে তর্কে যেও না। কারণ, বাকপটু তোমাকে কথায় পরাজিত করবে আর নির্বোধ তোমাকে কষ্ট দিবে
সম্পদ আসে কচ্ছপের মত আর যায় হরিণের মত।
নির্বোধের কথার উত্তর না দেয়াই তার উত্তর।

চরিত্রের কারণেই অনেক সম্মানিত ব্যক্তি সম্মান হারিয়েছে আবার অনেক নগণ্য ব্যক্তি কুড়িয়েছে বিরাট সম্মান।
যে কাউকে বিশ্বাস করে না তাকে কেউ বিশ্বাস করে না।
কোন মানুষকে সম্মান করা তার হৃদয়ের মনি কোঠায় প্রবেশের চাবির সমতুল্য।
কোন জিনিসই অতিরিক্ত হওয়া ভাল নয় দুটি জিনিস ছাড়া। এক: জ্ঞান দুই: ভদ্রতা।
বিপদে হা হুতাশ করা আরেকটি বিপদ।
নম্রতার মাধ্যমে যা অর্জন করা যায় কঠোরতা মাধ্যমে তা অর্জন করা যায় না।
বেশি কৌতুক করলে ব্যক্তিত্ব চলে যায় আর বেশি হাসলে প্রভাব ক্ষুণ্ণ হয়।
মূর্খতার মত দরিদ্রতা আর জ্ঞানের মত সম্পদ কিছু নেসময় হচ্ছে সবচেয়ে বড় দেবতা, সব ধ্বংস আর সৃষ্টির জন্যে সময়ই দায়ী। সময়ের চেয়ে বড় দেবতা বা ঈশ্বর দুনিয়াতে আর দ্বিতীয় নাই। -শ্রোডিঞ্জার