Bengali Love Caption 600+ বাংলা প্রেমের উক্তি – Bengali Love Shayari : In This Article You Will Be Find Bengali Love Caption , love Quotes In Bengali , Love Status Bengali , Feeling Love Quotes , Romantic Caption Bengali , প্রেমের Quotes , বেস্ট ক্যাপশন বাংলা Love Short , And Many More Bengali Quotes.
Love is that emotion which holds power to modify our world into positivist and brand-new ever. Love is a strong positive emotional & internal state which leaves you magical. This feeling or emotion of love ca n’t be vended nor bought; it can only be circulate from one person to another. Love makes our life full of happiness and joys. When we’re in love it seems everything beautiful to us. Then are some of the most beautiful Bengali Love Caption বাংলা প্রেমের উক্তি to help you express how you feel. Partake your love passions with your loved ones with our Bengali Love Shayari.
Table of Contents
Bengali Love Caption
তোমার হয়ে আছি আমি’ তোমার হয়ে থাকবো
সারা জীবন তোমায় আমি ভালবেসে যাবো
পাশে থেকো সারা জীবন দুরে যেয়ো না
তোমায় ছারা একটুও আমার’ ভালো লাগে নাদেখো চাঁদের দিকে;
কত যে কষ্ট তাঁর বুকে..
কখনো কালো মেঘ ঢেকে যায়,,
কখনো সে জ্যোৎস্না হারায়
তবুও জ্যোৎস্না ছড়িয়ে সে হাসে
কারণ সে আকাশ কে ভালবাসেএকটা আকাশে অনেক তারা,
একটা জীবনে দুঃখ ভরা,
অনেক রকম প্রেমের ভুল,
ভুলের জন্য জীবন দিবো,
তবু আমি তোমারি রবো।তুমি সুখী হলে এই আমি দূরে রব।
ভেবোনা না মিসে বিরহ চিরদিন দু:খ পাব।
হৃদয় কতনা রঙয়ের স্বপ্ন দেখে যায়।
বলো তার সব কি সত্যি হয়?
দু’চোখে যদি নামে অকারন শ্রাবণ
ভেবে নেবে সব কিছু ভাগ্যের লিখন।
স্মৃতি যদি হয়ে যায় বেদনা,
পিছু ফিরে আমি আর যাব না।

তোমার চোখ বন্ধ করতো ,
কি অন্ধকার দেখে পাও? তোমাকে ছাড়া
এই রকম এ আমার জীবন। আই লাভ ইউ।তুমি আমার দুঃখের ভেলায় সুখের পরশবুলি।
s তুমি আমার নিঝুম রাতের একাকিত্বের সাথী।
তুমি আমার জীবনের সকাল সুখের আশা।
তোমাকে নিয়েই আমার জীবনের পথ চলা।কখনো তোমাকে ভুলে যেতে পারবো না,
s কখনো তোমাকে কষ্ট দিতে পারবো না,
কখনো তোমাকে হারাবো সেটা ও ভাবতে পারিনা,
কারণ আমি তোমাকে মন থেকে ভালোবাসি।
~আই লাভ ইউ~ভালোবাসায় কোনো শর্ত থাকতে নেই।
শর্ত থাকলে ব্যাপারটা গণিতের মতো হয়ে যায়।
আমি কখনও আশা করিনি যে
তোকেও আমাকে ভালবাসতে হবে।
আমি শুধু একবার বলতে চাই।
আমি ভালোবাসি তোকে।

অপেক্ষায় আছি অপেক্ষায় থাকবো,
যতদিন বেঁছে থাকি তোমায় মনে রাখবো,
যত কষ্ট হোক সব মেনে নেবো,
তবুও চিরদিন তোমাকেই ভালোবাসবো ।তোমায় যদি পাইনা এ জীবনের তোরে,
আজীবন যাবে মরে আঁধারে আঁধারে,
আলো তুমি মোর নয়নের মাঝে,
অন্তরের মানুষ তুমি এই প্রেমের
দুনিয়াতে আশা তুমি মোর জীবনের তরে,
ভালোবাসার ঘর বানাবো তোমার মনের মাঝে।গতকাল রাতে তোমার কাছে একটা পরী
পাঠিয়েছিলাম যাতে তোমার দেখাশুনা করে,
কিন্তু সেটা জলদি ফিরে আসে,
কারণ এক পরী কখনো আরেক পরীকে
দেখাশুনা করে না, আই লাভ ইউ পরী।স্বপ্নের শুরু তোমাকে দিয়ে,
ভালো লাগার প্রথম মুহূর্ত গুলো তোমাকে নিয়ে।
নিঃশব্দ রাট কাটে তোমার কথা ভেবে,
তাই হয়তো এ মনের সব ভালোবাসা তোমায় ঘিরে।

প্রদীপ জ্বালিয়ে রেখো, আঁধার কেটে যাবে।
চোখ বুজে থেকো, স্বপ্ন দেখতে পাবে।মন
খুলে রেখো,সুখ উড়ে আসবে।হৃদয় দিয়ে ডেকো,
তোমার মাঝে আমায় খুঁজে পাবে।বৃষ্টির জন্য বসে আছি;
বৃষ্টির পখ চেয়ে আছি।
আজ বৃষ্টি নামবে।
আকাশ ভেঙে প্রবল বৃষ্টি নামবে আজ।
আকাশে মেঘ, বাতাসে স্তব্ধতা।
আমার আকাঙ্খা বৃষ্টি হয়ে তুমি আসবে.একজন প্রকৃত প্রেমিক শত শত মেয়েকে ভালোবাসে না,
বরং সে একটি মেয়েকেই শত উপায়ে ভালোবেসে থাকে।যখন ঘুম আসে, তখন স্বপ্ন আসে,
যখন স্বপ্ন আসে, তখন আসে,
এর যখন আসো তখন ঘুম আসে না।

নদীর পারে বসে আমি লিখছি কবিতা~
~দুই নয়নে ভাসে শুধু তোমার ছবিটা~
~মেঘলা আকাশ একলা আমি’ একলা আমার মন~
~ভাবছি কবে হবে তুমি আমার আপন জন~এতো কষ্ট পেয়েও, তোমাকে ভুল বুঝি নি। এতো দূরে রয়েও, তোমাকে ভুলে যায় নি। নির্ঘুম রাত জেগেও, স্বপ্ন নিয়ে বেঁচে আছি। কেনো জানো ? তোমায় খুব ভালবাসি তাই।
প্রেম মানে হৃদয়ের টান,প্রেম মানে একটু অভিমান,২টি পাখির ১টি নীর,১টি নদীর ২টি তির,২টি মনের ১টি আশা তার নাম ভালবাসা
প্রেম মানে হৃদয়ের টান,প্রেম মানে একটু অভিমান,২টি পাখির ১টি নীর,১টি নদীর ২টি তির,২টি মনের ১টি আশা তার নাম ভালবাসা
ভালবাসায় এমন কেন হয়? যখন ছেলে বুঝে তখন মেয়ে বুঝেনা ! যখন মেয়ে বুঝে তখন ছেলে বুঝেনা ! কখনো উভয়ে বুঝে, কখনো কেউ ই বুঝেনা… ভালবাসায় কেন এত মান-অভিমান? কেন এত লুকুচুরি? বলুনতো,
পৃথিবীর সব কিছু মিথ্যা হলেও, ছেলেদের চোখের অশ্রু কখনো মিথ্যা নয়। কারন মেয়েরা খুব কষ্ট না পেলে, কথনো তাদের দামি অশ্রু ঝরায় না.

বেঙ্গালি প্রেমের উক্তি
প্রশ্ন যেটিই হোক, উত্তর তুমি।
রাস্তা যেটিই হোক, লক্ষ্য তুমি।
কষ্ট যতই হোক, সুখ তুমি।
তোমার সাথে যতই রাগ করি না
কেন, তবুও আমার ভালোবাসা একমাত্র তুমি।লাভ ইজ বেস্ট যদি করো টেস্ট,
লোভে ইজ বেটার যদি দাও লেটার,
লাভ ইজ বিউটিফুল, যদি হয় সাকসেসফুল,
লাভ ইজ নট মিস যদি করো কিস!বাবু তোমায় ভালোবাসি,
যতদূর আমার পক্ষে থেকে যায়,
তোমার ওই বন্ধ চোখ গুলো খুলতে চাচ্ছে,
দেখতে কি আমায়?গুণীজন বলেন –
স্বপ্ন ঐটা নয় যেটা ঘুমানোর পর আসে,
বরং স্বপ্ন সেইটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না।প্রিয়জন সে নয় যে কষ্ট পেলে আসে,
প্রিয়জন সেই যে তোমাকে কষ্ট পেতে দেয় না।

আমার চাওয়া গুলো ছিল অনেক ছোট,
চাইলেই পারতে দিতে তোমার ওই মিষ্টি কথা,
জীবনটাও পারতে নিতে। অনেক বেশি বাসতাম ভালো,
সব কোথায় করতাম বিশ্বাস,
বিনিময়ে দিলে তুমি এক বুক অবিশ্বাস।বিধি তো সব জানো, জানো মনের কথা,
আজওতো পেলাম না আমার বাম পাঁজরের দেখা।
যে আমায় ভালোবাসে পাশে থাকবে সারাটিক্ষণ।
যে আমায় ভালোবাসবে।এক কোটি বছর আগে জন্মেছিলো তোমার জন্য ভালোবাসা,
এখনো অপেক্ষা করে আছি, তুমি ভালোবাসবে বলে,
তোমাকে ধরতে আসেনি এসেছি ধরা দিতে।ভালোবাসা মানে কষ্টের সিঁড়ি বেয়ে উপরে ওঠা,
s ভালোবাসা মানে গভীর সাগরের অচিন স্রোতে ভাসা,
ভালোবাসা মানে তোমাকে নিয়ে মিছে স্বপ্ন দেখা!মাটির বন্ধু মেঘ, মেঘের বন্ধু বৃষ্টি,
বৃষ্টির বন্ধু শ্রাবণ,
যে বাঁচিয়ে রাখে সৃষ্টি,
এই সৃষ্টির মাঝে তুমি আর তোমার মাঝে আমি।

কিছু স্মৃতি যা ভোলা যাই না,
s কিছু কবিতা যা বলা যায় না,
কিছু অশ্রূ যা মুছা যায় না,
তোমাকে ভুলে থাকা যাই না।ভালোলাগে চোখে চোখ রাখতে,
s ভালো লাগে তোর সাথে পথ চলতে,
ভালো লাগে তোর সাথে স্বপ্নের জাল বুনতে,
আর এই মন চাই তোকে ভালোবাসতে।মনেতে আকাশ হয়ে রয়েছো ছড়িয়ে,
বলনা কোথায় রাখি তোমায় লুকিয়ে।
থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপনে।
যেও না হৃদয় থেকে দূরে হারিয়ে,
আমি যে ভালবাসি শুধুই তোমাকে।স্বপ্নের শুরু তোমাকে দিয়ে,
ভালোলাগার প্রথম মুহূর্ত গুলো তোমাকে নিয়ে,
নিঃশব্দ রাত কাটে তোমার কথা ভেবে,
তাই হয়তো এ মনের সব ভালোবাসা তোমায় ঘিরে।যদি তুমি কাউকে ভালোবাসো,
সে যদি তোমাকে ভালো না বাসে,
তাহলে তুমি বিদ্যুত কে ভালোবাস,
দেখবে বিদ্যুৎ তোমাকে
এমন ভাবে ভালোবেসে জড়িয়ে
ধরবে যে কেউ ছাড়াতে পারবে না,
বিশ্বাস না হলে চেষ্টা করে দেখো।

এলোমেলো হয় হোক না তবু আমার এই জীবন
তোমার ওই চোখের অশ্রূতে করেছি আমি আত্মসমর্পণ,
শুধু তুমি আমায় ভালোবাসো অল্প কিছুটাক্ষণ।এই পৃথিবীর বুকে যদি তোমাকে আমার চেয়ে বেশি ভালোবাসে,
প্লিজ সেদিন আমাকে একটু খবর দিও,
তোমাকে হাসি মুখে একটি নজর দেখে সারা জীবনের
জন্য তোমার চোখের আড়াল হয়ে যাবো, কথা দিলাম।মন ছুটে যায় দূর অজানায় কোন ইচ্ছায়
কোথায় হারায় কিছু বুঝি না তবু হাসি
ভালোবাসি, থাকি আর না থাকি পাশাপাশি।চেয়ে দেখো চাঁদের দিকে, কত কষ্ট তার বুকে।
কখনো মেঘে ঢেকে যাই, কখনো আঁধারে হারায়।
তবু সবকিছু ভুলে হাসে,
কারণ সে আকাশকে ভীষণ ভালোবাসে।মেঘলা মনের নীল সাগরে উথাল পাতাল ঢেউ।
হৃদয় নীড়ে দিচ্ছে দোলা ভালোবাসে না কেও।
রাত তাকে ডাকে আমায় কাছে আসে না।
স্বপ্নের মাঝে খুঁজি তারে ধরা দেয় না।

এই পথে আছি মোর দুজন দুজনের হাত ধরে,
সময়ের টানে যেও নাকো কখনো আমায় ভুলে,
যোবনের চেয়ে বেশি তোমায় ভালোবেসেছি মন উজাড় করে,
যদি তুমি কখোনো যাও আমায় ভুলে যেদিন আমি যাবো গো মরে।স্বপ্ন দিয়ে আঁকি আমি সুখের সীমানা।
হৃদয় দিয়ে খুজি আমি মনের ঠিকানা।
ছায়ার মত থাকবো আমি, শুধু তার পাশে,
যদি বলে সে আমায় সত্যি ভালবাসে।মাঝে মাঝে মনে হয় তুমি আমার সব,
তোমাকে না দেখলেই কষ্ট হয় অনুভব,
স্বপ্ন বুনি রাশি রাশি তোমায় নিয়ে দিবা নিশি,
তুমি ছাড়া জীবন আমার ভাবা অসম্ভব।হাজার তারা চাই না আমি, একটা চাদ চাই।
s হাজার ফুল চাইনা আমি, একটা গল্প চাই।
হাজার জনম চাইনা, একটা জনম চাই।
সেই জনমে যেন তোমায় আমি পাই।কাওকে আপন করতে বেশি ভয় হয়,
যদি সে ভুল বুঝে দূরে চলে যাই,
কাওকে দূরে রাখতে ভয় হয়,
যদি সে আমায় ভুলে অন্য কারও হয়ে যায়।

Bengali Love Shayari
ভালোবাসা তো যায়না টাকা দিয়ে কেনা,
ভালোবাসা তো যায়না হীরা মুক্ত দিয়ে গড়া।
দুটি মনের আকুলতায় যে বন্ধন হয়,
তাকেই তো ভালোবাসা কয়।অভিমান রাগ একমাত্র তার উপরেই করা যায়,
যাকে সবচেয়ে বেশী ভালোবাসা যায় ।ভালবাসা বুকের ভিতর হয়েছে নিঃশ্বাস,
তোমার প্রেমে বেঁচে আছি এই তো বিশ্বাস,
জান আমার জান,তুমি আমার প্রাণের মাঝে প্রাণ।মায়া ভরা ও দুটি চোখে ভালোবাসার কাব্য
লিখে যাই আমি সারা রাত জেগে।
কি সুন্দর তোমার মুখের হাসি,
তাই আমি তাকে আমার চেয়ে বেশি ভালোবাসি।কাউকে আপন করতে ভয় হয়,
যদি সে ভুল বুঝে দূরে চলে যায়,
কাউকে দূরে সরাতে আর ও ভয় হয়,
যদি সে দূরে গিয়ে অন্য কারো হয়ে যায়।আজ হটাত বৃষ্টি এলো ভিজে গেলো মন,
ভিজে গেলো সপ্নগুলো, ভিজলো চোখের কোন ।
বৃষ্টি ভেজা স্নিগ্ধ আকাশ, সৃতি কাড়ে মন,
হোক না বৃষ্টি অন্তরেতে হোক না সারাক্ষন ।

ভালোবাসা মুখে বলিস,
ভালোবাসা জানিস না,
অন্য মেয়ের সাথে তবে,
করলি কেন আনাগোনা!প্রেম মানে হৃদয়ের টান,প্রেম মানে একটু অভিমান,২টি পাখির ১টি নীর,১টি নদীর ২টি তির,২টি মনের ১টি আশা তার নাম ভালবাসা
প্রেম মানে হৃদয়ের টান,প্রেম মানে একটু অভিমান,২টি পাখির ১টি নীর,১টি নদীর ২টি তির,২টি মনের ১টি আশা তার নাম ভালবাসা
ভালবাসায় এমন কেন হয়? যখন ছেলে বুঝে তখন মেয়ে বুঝেনা ! যখন মেয়ে বুঝে তখন ছেলে বুঝেনা ! কখনো উভয়ে বুঝে, কখনো কেউ ই বুঝেনা… ভালবাসায় কেন এত মান-অভিমান? কেন এত লুকুচুরি? বলুনতো,
পৃথিবীর সব কিছু মিথ্যা হলেও, ছেলেদের চোখের অশ্রু কখনো মিথ্যা নয়। কারন মেয়েরা খুব কষ্ট না পেলে, কথনো তাদের দামি অশ্রু ঝরায় না.
একলা থাকার ঘরে আমি একলা পরে রই একলা আকাশের নিচে একলা বিষ্টি ছুই একলা রাতের একলা তারা একলা দেখা চাঁদ একলা গভীর অন্ধকারে আমি জেগে থাকা রাত একলা সুখ আর একলা দুঃখ একলা ভেবে খুশি একলা চলেও একলা বলেও একলা আমি হাসি’
তুমি সেই কবিতা ! যা প্রতি দিন ভাবি… লিখতে পারিনা। তুমি সেই ছবি! যা কল্পনা করি… আঁকতে পারি না। তুমি সেই ভালবাসা! যা প্রতিদিন চাই… কিন্তূ তা কখনো-ই পাই না।
যাকে সত্যিকার ভালোবাসা যায়।সে অতি অপমান আঘাত করলে হাজার ব্যাথা দিলেও তাকে ভোলা যায় না–কাজী নজরুল ইসলাম।

“পাখিরা বাসা বাধে লতা পাতা দিয়ে,
আর মানুষ বাধে ভালবাসা দিয়ে।”হয়ত পৃথিবীর কাছে
তুমি কিছুই না…
কিন্তু কারো কাছে
তুমিই তার পৃথিবী…“ভালোবাসা পাওয়ার চাইতে,
ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ।”“তাের ভােরের অপেক্ষায়,
আমার রাত কেটে যায়।
তোর অচেনা তাকানো,
আমার ঘুম কেড়ে নেয়…!!”“ভালোবাসা মানে আবেগের পাগলামি,
ভালোবাসা মানে কিছুটা দুস্টুমী।”“কপালে আছিস কিনা জানি না,
কিন্তু হৃদয়ে ছিলি আছিস থাকবি!”“ভালবাসা হলো নীল প্রজাপতী..
যদি শক্ত করে ধরো মরে যাবে।
যদি হালকা করে ধরো উড়ে যাবে..
আর যদি আদর করে ধরো.
তবে কাছে রবে।”

“ভালোবাসতে শেখো,
ভালোবাসা দিতে শেখো,
তাহলে তোমার জীবনে
ভালোবাসার অভাব হবে না।”“একজন প্রকৃত প্রেমিক
শত শত মেয়েকে ভালবাসে না,
বরং সে একটি মেয়েকেই
শত উপায়ে ভালোবেসে থাকে।”ভালবাসা চিরদিন বেঁচে থাকে,
কখনও কবিতা হয়ে,
কখনও গল্প হয়ে,
কখনও সৃতি হয়ে,
আবার কার জীবনে সাথী হয়ে,
কখনও আবার কারও
চোখের জল হয়ে!জীবনের প্রদীপকে ভালবাসার
তেল দিয়ে জালিয়ে রাখো।
কারণ সূর্য পূর্ব দিকে উদিত
হয়ে পশ্চিমে অস্ত যায়।
কিন্তু ভালবাসার হৃদয়ে
উদয় হয়…
আর মৃতুতেই অস্ত যায়…

যদি রং চাও
রংধনু এনে দেব
যদি কেনভাস চাও
নীল আকাশ এনে দেব
যদি বন্ধুত্বের প্রমাণ চাও
জীবনটা দিয়ে দেবো
আর যদি ভুলে যেতে চাও
32টা দাঁত ভেঙে দেবো !!তোর অপেখ্যায় আছি
সংসারটা এক সাথে শুরু করব বলে।খুঁজি না কারোর মন,
তোমার মন পাবো বলে।
ধরি না কারোর হাত,
তোমার হাত ধরবো বলে।
হাঁটি নি কারোর সাথে,
তোমার সাথে হাঁটবো বলে।
কাউকে বাসিনি ভালো,
তোমাকে ভালোবাসি বলে।মুচকি হেসে যখন তুমি
বসো আমার কলে !!
তোমায় আমি সোহাগ ভরে
চুমু দেবো গালে !!দিনের শেষে আসে রাত
রাতের শেষে ঊষা !!
কবে তোমায় পাব দেখা
পাইনা খুঁজে দিশা !!

ভয় পেয়ো না আমায় তুমি
তেমন ছেলে আমি নয় !!
কেউ নেইগো আমার সাথে
কেবল আছো তুমি !!সারাদিন কাজের ফাকে
সময় যখন পাই !!
মনে পড়ে বারে বারে
তোমার কথাটাই !!প্রেমে আছে কতো মজা
বলো দেখি তুমি ?
কেউ কোথাও নেই আছো
শুধু তুমি আর আমি !!তোমার কাছে গেলে
সময় তারাতারি যায় !!
সময় বাড়াবাড় তুমি কিছু
জানো কি উপাই !!

তোমার আসাই পথ চেয়ে
থাকবো আমি বসে
আমার জীবন করবে আলো
সভখণে এসে …..ফুল কেনো ফুটেছিল
যদি যাবে ঝড়ে
ভালো কেনো বেসেছিলে
যদি যাবে দূরে ……..মসজিদে আছে আল্লা
চার্জে আছে জিসু
আমার মনমন্দিরে আছে
তোমার নামটি শুধু …….নাইবা তোমার কছে পেলাম
দুঃখ কিছু নাই
ভালোবাসার স্বপ্ন নিয়ে
হৃদয় ভরে যায় ….তুমি রয়েছ প্রিয়া
হৃদয়ের কাছাকাছি
আমি যে তোমাই ওগো
এতো যে গো ভালোবাসি ..

হারিয়ে গেছে অনেক কিছু
সকাল থেকে রাত
হারিয়ে গেছে পাশাপাশি
আকঁড়ে ধরা হাত
হারিয়ে গেছে প্রথম প্রেমে
টুকরো হওয়া মন
চলতে চলতে হারিয়ে গেছে
বন্ধু কতজন ……….আমি এমন একজন বন্ধু চাই !!
যে হাসাতে না পারলেও
কাঁদাবে না !!
চলার পথে ফুল না দিলেও
কাঁটা দিবে না !!
আড়ালে থাকলেও
কখনো ভুলে যাবে না !!উপকার করতে না পারি,
খতি করবো না !
কাছে থাকতে না পারি,
দূরে যাব না !
মনে রাখতে না পারি,
ভুলে যাব না !
ভালোবাসতে না পারি,
ঘৃণা করবো না !
আপন করতে না পারি,
পর করবো না !বইছে ঝড় বাইরে
তাও মন কেনো শান্ত
তাহলে কী
লাগলো গো এই মনে বসন্ত
খুঁজেছি যারে চিরোদিন
সেও কী আমায় খুঁজতে খুঁছতে কান্ত
জবাব নেই তাও মন কেনো শান্ত !!

জীবন হতে পারে না
ভলোবাসা ছাড়া
বৃষ্টি হতে পারে না
মেঘ ছাড়া
উত্তর হতে পারে না
প্রশ্ন ছাড়া
তেমনি বন্ধু হতে পারে না
তুমি ছাড়া …………এই মন চাই শুধু
তোমায় ভালোবাসি
এই মন চাই শুধু
তোমার কাছে আসি
এই মন চাই তোমার
মুখের একটু হাসি
এই মন চাই শুধু
থাকতে তোমার পাশাপাশি …..আকাশ হলে চাঁদ দিতাম
মেঘ হলে বৃষ্টি দিতাম
পাখি হলে গান সুনাতাম
ফুল হলে সৌরভ দিতাম
বন্ধু তো তাই Sms টা দিলামতুমি নদী হলে
আমি হবো জল
তুমি আকাশ হলে
আমি হবো তারা
তুমি গান হলে
আমি হবো সুর
তুমি ঘুম হলে
আমি হবো স্বপ্ন ……….বলি বলি করে আমার আর বলা হলো না ,
হৃদয়ে দরজাটা আর খোলা হলো না .
হৃদয়ে ঢুকে দেখো ,
দেবনা বাধা .
সেখানে লেখা আছে .
তুমি একটা আস্তো গাধা !!

Feeling Love Quotes
তোমায় ভালোবাসা ছিল আমার জীবনের দ্বিতীয় শ্রেষ্ট কাজ,
আর প্রথমটি ছিল তোমায় খুঁজে বের করা,
ভালোবাসি তোমায় এবং সর্বদা বাসবো,
আজ বললাম এবং সারা জীবন বলবো।প্রেম করেছো তুমি আর মনে দিয়েছি আমি,
তবে কেন এতো অভিমান,
তুমি বিনা বাঁচে না আমার এই প্রাণ,
লাভ ইউ জান।কাউকে
আবেগের ভালোবাসা দিও না,
মনের ভালোবাসা দিও ।।
কারণ,
আবেগের ভালোবাসা একদিন
বিবেকের কছে হেরে যাবে,
আর মনের ভালোবাসা চিরোদিন
রয়ে যাবে ।।আমি তোমায় ভালোবাসি
বলছি বহুবার ।।
আমার যদি না হবে
হবে তুমি?
তাহলে তুমি কার ।।?যখন কেউ কারো জন্য কাঁদে
সেটা হলো আবেগ ।।
যখন কেউ কাউকে কাঁদায়
সেটা হলো প্রতারণা ।।
আর যখন কেউ কাউকে
কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে,
সেটা হলো প্রকৃত ভালোবাসা ।।

ধন্য আমি তোমায় পেয়ে
আর কিছু না চাই
ভালোবাসার সুরে সুরে
হৃদয় ভরে যাই ……..অনেক লোকের ভিড়ে
পথ চেয়ে বসে রয়
মনের মানুষ পাইনা খুঁজে
কার সাথে কথা কয়একশোটা রাতের তারা একশোটা ফুল
একশোটা নদীর বুকে তরঙ্গ বেকুল
একশোটা মানুষের একশোটা মন
তারি মাঝে তুমি আমার প্রিয় একজনমুক্ত করে দিলাম তোরে
যেতে পারিস অনেক দূরে
ভালোবাসি এই কথাটি
বলবো না আর তোরে
সুখে যদি থাকিস তুই
আসিস না আর ফিরে
না পাওয়ার সুখ খুজে নেবো
শত কষ্টের ভিরে …..তুমি তাকেই ভালোবাসো
যে ভালোবাসা ছাড়া
আর কিছুই চাইবে না !!
তাকেই এড়িয়ে চলো
যে ভালোবাসার নামে
অনেক কিছু চাইবে !!

তুমি কী এখন ফ্রি আছো ?
একটু সময় পেলেই আমাই ফোন করো
একটা পারসোনাল দরকার আছে !
আরজেন্ট, কাউকে বলবেনা প্লিজ ???
ভাবছি “তাজমহল” টা বেচে দেবো ! কিনবে ?নদীর জল শুখে গেলে
থাকবে শুধু বালি
তুমি আমায় ভুলে গেলে
ভুলবোনা তো আমি
অনেক বন্ধু আসবে-যাবে
জীবন প্রাণথোসালাই
আমার নামটি লিখে রেখো
সবার নামের তলাই …….যদি মন কাঁদে
আমি আসবো বরসা হয়ে
যদি মন হাসে
আমি আসবো রোদ্রু হয়ে
যদি মন ওড়ে
আমি আসবো পাখি হয়ে
যদি মন খোঁজে
আমি আসবো বন্ধু হয়ে ……..যদি মন কাঁদে
আমি আসবো বরসা হয়ে
যদি মন হাসে
আমি আসবো রোদ্রু হয়ে
যদি মন ওড়ে
আমি আসবো পাখি হয়ে
যদি মন খোঁজে
আমি আসবো বন্ধু হয়ে ……..হয়তো তোমায় ভালোবেসে করেছিলাম ভুল
তাইতো এখন দিচ্ছি সেই ভুলের মাসুল
ফুল ভাবে তোমারি শুধু করতাম সাধনা
তাই বধোহয় সইতে হচ্ছে কাঁটার যন্ত্রণা ……

তুমি আমার বাসলে ভালো
ভালোবাসবো আমি
এর জন্য ওগো প্রিয়া
চিন্তা করো না তুমি ……অনেক বন্ধু পাওয়া যায়
সাথি কজন হয়
বাসতে পারে ভালো সবাই
কজন মন দেয় ……..যেমন আছো তেমনি থাকো
দূরে যেও না
তোমায় নিয়ে গোড়া মন
ভেঙে দিও না ……..আখিঁ মন ঢুলুঢুলু
প্রমের নেশাই
জেগে আছি সারারাত
তোমার আসাই ……..সবাই বলে,
আমি ভালোবাসি কাকে ?
কেউ বলে না,
কে ভালোবাসে আমাকে ??
আমি ভালোবাসি,
সৃষ্টির সব সুন্দর কে ….
but হৃদয়ে জায়গা দেবো তাকে,
যে ভালোবাসবে আমাকে ……..

রুপ কথা রাণী তুমি
দু’নয়নের আলো ।।
সারা জীবন তোমায় আমি
ভালোবেসে যাবো ।।
তুমি আমার রাতজাগা
সুন্দর একটা পাখি ।।
তোমায় ছাড়া বন্ধু
আমি কেমন করে থাকি ।।তোমায় ছেড়ে ওগো প্রিয়া
কোথায় আমি যাব ।।
তোমার মতো চিরোসাথি আমি
আর কোথায় পাব ।।প্রিয়তমা কাছে এসো
আর দূরে থেকো না !!
পাব কাছে কবে আমি
ঠিক করে বলো না !!প্রেমের ঢেউয়ে ভেসে যাবো
নিয়ে যাবো যেখানে
আমি আর তুমি শুধু
থাকবো বসে সেখানে ……..চলে যাই সন্ধ্যা
বসে বসে একা
জানি না কী করে
পাবো তোমার দেখা ……..

যতো দূরে যাই না কেনো
আছি তোমার পাশে
তাকিয়ে দেখো আকাশ পানে
ঘুম যদি না আসে
কাছে আমায় পাবে
তুমি হাত বাড়াবে যেই
যদি না পাও
জানবে সেদিন আমি আর নেই !!সূর্য জানে চাঁদ সুন্দর
চাঁদ জানে তারা সুন্দর
তারা জানে পৃথিবী সুন্দর
কিন্তু আমি জানি তুমি সুন্দরবইছে হাওয়া শাড়ির আচলে
দুলছে কানে দুল
খমা তুমি করো আমায়
যদি করে থাকি ভুল ….তুমি নদী হলে
আমি হবো জল
তুমি আকাশ হলে
আমি হবো তারা
তুমি গান হলে
আমি হবো সুর
তুমি ঘুম হলে
আমি হবো স্বপ্ন ……….

Romantic Caption Bengali
ভালোবাসি তোমায় আমি ভালোবেসে যাবো,
মনের মধ্যে একটা আশা তোমায় আমি পাবো।আমি গোধূলির টানে দিগন্তের অনেক কাছে।
আমি আরো একটু রঙিন তুমি রয়েছো যে আমার পাশে।
তবু কেমন জানি শুন্যতা এই গোধূলি লগনে।আমার সাদা কালো পৃথিবীতে কখনো কি তুমি আসবে।
এক মুক্ত রঙ নিয়ে রঙিন করি সাজাতে।
আমার নীরব চোখে যে কবিতা লিখেছি তোমায় নিয়ে।
কখনো কি অনুভবে করতে পারবে?
আমি তোমায় ভাবি আমার শত আবেগী কল্পনাতে।আমার বড় শত্রূ কে জানো?
আমার বড় শত্রূ হলো আমার হৃদয়,
এটা আমার স্পন্দিত হয় শুধু তোমার জন্য।মানুষের জীবনে চাওয়ার শেষ নাই, স্বপ্নের সমাপ্তি নেই,
আকুলতার অন্তি নেই, আমার চাওয়া তুমি,
স্বপ্ন তুমি, সব কিছু শুধু তোমার মাঝে,
আমার জীবন শুধু তোমাকে ঘিরে।তোমার জন্য সইবো আমি কষ্ট সারি সারি,
চাইলেই আমি মুঠোয় ভরে জীবন দিতে পারি,
তোমাকেই করি যে তাই এতো দেখা দেখি,
তোমাকেই ভালোবাসি ও আমার সোনা পাখি।

তোমার কথা তোমার হাসি অনেক বেশি ভালোবাসি,
তোমার যাওয়া তোমার আসা মনে জাগে ভালোবাসা,
তুমি যদি থাকো পাশে মনে হয় যেন সব আছে,
তাই চাই তোমার ভালোবাসা একদিন না, দিনের পর দিন।এই জীবনে সব পেয়েছি, পাইনি কারো মন,
জানিনা যে এই জীবনে কে হবে আপন,
মনের মত চাই তারে চাই তার মন,
হবে কি তুমি আমার কাছের একজন।তোমার জন্য রইলো আমার স্বপ্নে ভেজা ঘুম।
একলা থাকা শান্ত দুপুর, রাত্রি নিঝুম,
তোমার জন্য রইলো আমার দুষ্ট চোখের ভাষা।
মনের মাঝের লিখে রাখা অনেক ভালোবাসা।হয়তো তোমায় ভালোবেসে করেছিলাম ভুল,
তাইতো এখন দিচ্ছি সেই ভুলেরই মাশুল।
ফুল ভেবে তোমারি শুধু করেছিলাম সাধনা।
তাই বোধহয় সৈতে হচ্চে কাটার যন্ত্রনা।কিছু রাত স্বপ্নের,কিছু স্মৃতি কষ্টের,
s কিছু সময় আবেগের, কিছু কথা হৃদয়ের,
কিছু মানুষ মনের, কিছু ভালোবাসা চিরদিনের।ঝিরি ঝিরি এই বৃষ্টিতে চলো না তুমি
আর আমি হারিয়ে যাই একসাথে,
কোনো এক স্বপ্নলোকে,
শুধু ভালোবাসি তোমাকে,
কাটিয়ে দিতে চাই সারাটি জীবন।

অনেক পার্থনা করে পেয়েছি তোমায়,
অনেক যত্ন করে রেখেছি তোমায়,
তোমাকে ভুলার কথা ভাবতেই পারি না,
কারন ভাগ্যের রেখা থেকে ছিনিয়ে এনেছি তোমায়।মনে পরে তোমাকে,
যখন থাকি নিরবে।
ভাবি শুধু তোমাকে সবসময় অনুভবে,
স্বপ্ন দেখি তোমাকে,
চোখের প্রতিটি পলকে।
আপন ভাবি তোমাকে নিশ্বাসে ও বিশ্বাসে।অনুরোধে নয় অনুরাগে তোমাকে চাই,
অভিলাসে নয় অনুভবে তোমাকে চাই,
বাস্তবে না পেলেও কল্পনাতে তোমাকে চাই ।আমিতো তোমার কাছে দামি, যে আমাকে পাওয়ার
অপেক্ষা করে.আমিতো তার কাছে মূল্যবান,
যে আমাকে বুঝার চেষ্টা করে। আমি তাকেই ভালোবাসি,
যে হাজার কষ্টের মাঝেও আমাকে মনে রাখে।ঝরে যাওয়ার ভয়ে কি ফুল ফুটবেনা?
ছিড়ে যাওয়ার ভয়ে কি মালা গাঁথবেনা?
ভেঙে যাওয়ার ভয়ে কি স্বপ্ন দেখবেনা ?
কষ্ট পাওয়ার ভয়ে কি ভালোবাসবেনা?কেউ কি হবে আমার জোসনা রাতের চাঁদ?
s কেউ কি হবে আমার বসন্তের প্রভাত?
কেউ কি হবে আমার রঙিন প্রজাপতি?
a কেউ কি হবে আমার চলার পথের সাথী?জীবনে ভালোবাসা আসার পূর্বে হাজার বছর একা থাকা যায়।
কিন্তু ভালোবাসার পর এক মুহুর্ত একা থাকা যায় না আর
ভালোবাসার মানুষটি কিছু সময়ের জন্য কাছে না থাকলে
মন টা কেমন বেকুল হয়ে থাকে তাকে কাছে
পাওয়ার জন্য হইতোবা এটাই বাস্তবতা…

টিপ্ টিপ্ বৃষ্টি পরে, তোমার কথা মনে পরে,
এ মন না রয় ঘরে, জানি না তুমি আসবে কবে,
এ প্রাণ শুধু তোমায় ডাকে, আমায় ভালবাসবা বলে।
ফুল হাতে থাকবো দাঁড়িয়ে, বলবো আমি তোমায় পেয়ে,
সাত সমুদ্র পাড়ি দিয়ে পেয়েছি তোমায় খুঁজে।নদী খোঁজে সাগর, আকাশ খোঁজে চাঁদ
অন্তর খোঁজে ভালোবাসা, বাড়িয়ে দুটি হাত
কষ্ট খোঁজে দুক্ষ,সুখ খোঁজে হাসি-
আর আমার মন বলে সারাক্ষন তোমায় ভালোবাসি ।আমি যদি পারি তোমার জন্য কাঁদতে,
তুমি কি পারবে আমার জন হাসতে।?
আমি যদি আমার আপন মানুষদের ছেড়ে আসতে পারি,
তুমি কি পারবে আমাকে আপন করে নিয়ে ভালোবাসতে?হৃদয় খুলে সপে দিলাম তোর ই চরণে
ইচ্ছা হলে আগলে রাখিস হৃদয় গহীনে,
অনিচ্ছাতে ছুড়ে ফেলিস তোর বাগানে।তোমায় ভেবে হয় যে আমার প্রতিটি দিনের সূচনা
তোমায় ভেবে দু চোখে নামে স্বপ্ন রাতের জসনা ।
ভালোবাসার সাগর তুমি আমি অবুঝ মোহনা
তুমি ছাড়া মনের কথা কেউ তো আর বুঝে না ।ভালোবাসি তোমায় আমি বুঝাবো কি করে,
শুধু জানি তোমায় ছাড়া যাবো আমি মরে।
গাছের পরান মাটি আর আমার পরান তুমি,
তোমার জন্য পৃথিবীতে জন্ম নিলাম আমি।তুমি আমার অন্ধকারের আলো
মিষ্টি জুরা কানের দুলে
রোদ মাখানো সকাল জমে
তুমি আমায় বাস ভালো!

যদি জোনাকি হতাম উড়ে যেতাম তোমার কাছে,
মিট মিট করে জোলতাম তোমার চারপাশে।
নীরবে বসতাম তোমার পাশে,
এর বলতাম আই লাভ ইউ।শীতের চাদর জড়িযে, কুয়াশার মাঝে দারিয়ে,
হাত দুটো দাও বারিয়ে, শিশিরের শীতল স্পর্শে যদি,
শিহরিত হয় মন” বুঝেনিও
আমি আছি তোমার পাশে সারাক্ষন।কষ্ট হলে গভীর রাতে
মাথা রেখো চাঁদের কোলে।
বেশি কষ্ট হলে চোখ রেখো তারার চোখে।
কষ্ট রেখো না বুকের মাঝে,
পাঠিয়ে দিও আমার কাছে।এক মুঠো মিষ্টি রোদ ,
এক গুচ্ছ গোলাপ, কিছু স্বপ্ন,
শিশুর কোমলতা আর আমার হৃদয়
রাঙানো ভালোবাসা দিলাম তোমায়।বন্ধু আমি চাইনা তোমার অসীম সুখের ভাগ,
কিন্তু যখন থাকবে দুঃখে দিও আমায় ডাক!
তোমার মুখে কান্না নয় দেখতে চাই হাসি,
মনে রেখো বন্ধু তোমায় অনেক ভালোবাসি!সময়ের স্রতে যদি ভেসে যাই দূরে
বন্ধু তুমি কোনদিন ভুলিও না মোরে
বাস্তবতার কারনে যদি হয়ে যাই পর
কখনো ভাবিও না বন্ধু আমায় স্বার্থপর ।হৃদয়ের ক্যানভাসে তোমারি রং দিয়ে আঁকা
এক ছবি, সেই ছবিটি বলে শুধু তোমায় ভালোবাসি।

প্রেমের Quotes
আমি চাঁদ চাইনা, সে উঠবে রাতে।
s আমি রাত চাইনা, সে হারাবে প্রভাতে।
আমি ফুল চাইনা, সে ঝরবে দিনের শেষে।
চাই একটা সুন্দর মন,
যা কখনো ভুলবেন না আমাকে।তোমার একটা পিকচার দাও না,
আমার সন্তানদের দেখাতে চাই
তাদের মা ১৮ বছরে কেমন ছিল!যদি তুমি বাসো ভালো, চাঁদের মতো দেব আলো,
যদি আমায় ভাবো আপন, হব তোমার মনের মতন,
নদী যেমন দেয় মোহনা, তেমনি আমি তোমার উপমা!তুমি চাঁদ নও তবে চাঁদের আলো,
s তুমি ফুল নও তবে ফুলের সৌরভ,
তুমি নদী নও তবে নদীর ঢেউ,
s তুমি অচেনা নও তুমি আমার চেনা কেউ।চাঁদ তুমি যেমন রাতকে ভালোবাস আমিও
ঠিক তেমনি ই করে একজনকে ভালোবাসি
তোমার ভালোবাসা যেমন কেউ বুঝে
না ঠিক তেমনই করে, আমার ভালোবাসা বুঝে না।প্রেম তুমি বরই কঠিন প্রেমে না পরলে বুঝা যায় না।
প্রেম তুমি বরই কঠিন প্রেমে না
পরলে জীবনকে অনুভব করা যায় না ।

বড় ইচ্ছা হয় তোমাকে সাথে
নিয়ে ১ দিন পূর্ণিমার চাদ দেখবো।
সেদিন চাঁদকে বলবো। চাঁদ দেখ
আমার মনের মানুষটি তোমার চেয়ে কত সুন্দর।তোমায় নিয়ে স্বপ্ন আমার,
তোমায় নিয়ে যত আশা,
তোমাকে দিলাম আমার হৃদয় ভরা ভালোবাসা।খুব নিশিতে কষ্ট হলে, মাথা রেখ চাঁদের কোলে,
তবুও যদি কষ্ট থাকে চোখ রেখ আমার চোখে।
কষ্ট রেখোনা বুকের মাঝে পাঠিয়ে দিও আমার কাছে।প্রেমের ক্ষেত্রে ছেলেরা বেশি আবেগপ্রবণ হয়ে যায়,
যার ফলে ছেলেদের বেশী কষ্ট পেতে হয়।তুমি সেই স্বপ্নপরী যাকে নিয়ে স্বপ্ন দেখি।
s তুমি সেই অনুভুতি যাকে আমার মন অনুভব করে।
তুমি সেই প্রেমিকা যার ভালবাসার ছন্দ প্রেমিক আমি।আমি যেন বলি আর তুমি যেন শোন,
জীবন জীবনে তার শেষ নেই কোন।
দিনের আলো, আর কত রাত চন্দ্রাবতি
আলো হয়, মেঘ হয় কথা যাই বলি।কেন যেন তোমার কথা আজও মনে পরে,
ভালোবাসার কাব্য লিখি বন্ধু তোমার চোখে,
একবার যদি আসতি ফিরে আমার মনের তীরে,
আমার শুন্য মনে বাধিতাম বাসা তোমায় ঘিরে।স্বপ্নের আসে যাই, তবু কিছু থেকে যাই।
ভালোবাসা আসে যাই, কিছু মনে থেকে যাই।
কত কথা আসে যাই,কিছু কথা গেঁথে যাই।
কিছু দিন থেকে যাই, জীবনে না ভুলে যাই।,
স্মৃতির পাতায় কড়া নেড়ে যাই।

তিনটি শব্দ, আটটি অক্ষর,
দুইটি স্পেস,পাঁচটি ভাওয়েল,
একটি আবেগ, অনেক অর্থ,
একটি শান্তির কথা – I LOVE Uসুন্দর সে তো স্বপ্ন চাইনা মলিন হবে।
জীবন সে তো গল্প লিখনা নষ্ট হবে।
মন সে তো মন্দির ভেঙ্গোনা পাপ হবে।
ভালবাসা সে তো সত্য ভুল বুঝনা হারিয়ে যাবে।আমি দেখিনিতো প্রিয়ার চোখের নীরব অভিমান,
দেখলে পরে চোখের জলে করতাম সূর্যস্নান।
আমি দেখেছি শুধু প্রিয়ার চোঁখে আলো আঁধারের খেলা,
তা দেখেই মোর ভালোবাসা নিয়ে যাই গোধূলীবেলা।যতই দেখি ভালো লাগে, চোখ সরে না।
আমার থেকে দূরে গেলে মন মানে না।
এত ভালোবাসি তোমায়, তুমি বুঝ না।হতে পার তুমি মন থেকে দুরে তথাপি
রয়েছো মোর নয়নপুরে,
হয়তো তুমি নেই এই হৃদয়ে তবুও রয়েছো
পরশেরই ভিতরে।
কারণ ভালবাসি শুধুই তোমারে।যদি বলো আমার মনে পড়ে কতবার ?
আমি বলবো চোখের পাপড়ি নড়ে যতবার ।
যদি বলো আমায় ভালোবাসো কতো ?
আমি বলবো ওই আকাশে তাঁরা আছে যত ।ভালোবাসা জিনিসটা কোনওদিন বেধে রাখতে নেই,
খোলা আকাশে ছেড়ে দিতে হয়,
যাতে সে অনেকটা পথ ধরে নিজেকে মেলে ধরতে পারে।এস.এম.এস. হয়ে থাকবো আমি
তোমার হৃদয় জুড়ে রিংটোন হয়ে বাজবো।
আমি মিষ্টি মধুর শুরে কখন
ভেবোনা আমি তোমার থেকে দূরে,
কাজল হয়ে আছি আমি তোমার নয়ন জুড়ে।

বেস্ট ক্যাপশন বাংলা Love Short
তুমি সুন্দর তাই মন ভরে তোমায় দেখি
তুমি অপূর্ব তাই দুচোখ দিয়ে তাকিয়ে থাকি
আর তাই তোমাকে আমি অনেক ভালোবাসি
আর তুমি আসবে সেই অপেক্ষায় সারাদিন পথ চেয়ে থাকি ।ভালোবাসা নীরব, বলে না কথা।
s ভালোবাসা নিঃস্ব, গভীর তার ব্যাকুলতা।
ভালোবাসা কখনও হয় অভিমানী,
স্মৃতির পাতায় বৃষ্টি হয়ে ঝরে চোখের পানি।ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন
তুমি আসলে দুজন মিলে সাজাবো জীবন
চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা
তুমি আসলেই ডাউনলোড দিবো আনলিমিটেড ভালোবাসা.কাউকে আবেগের ভালোবাসা দিওনা,
মনের ভালোবাসা দিও !
কারন আবেগের ভালোবাসা একদিন
বিবেকের কাছে হেরে যাবে আর মনের
ভালোবাসা চিরদিন থেকে যাবে।আজ বসন্তের ফুলের মাঝে খুঁজি তোমার ছায়া,
কোন বাঁধনে বাধলে তুমি এ কোন জাদু মায়া।
আজ তোমার পেইন নয়ন ভোরে রইবো শুধু আমি চেয়ে,
তুমি আমার প্রথম দেখা শেষ বিকেলের মেয়ে।ভালবাসা মানে আবেগ দ্বারা
নিয়ন্ত্রিত হৃদয়ের অভ্যন্তরীণ একটা অনুভুতি,
যা কেবল শুধু মাত্র ভালবাসার মানুষের
সামনে ভাষায় অথবা আচরণে প্রকাশ হয় ।অল্প, অল্প মেঘ থেকে,
হালকা, হালকা বৃষ্টি হয় ।
ছোট্ট, ছোট্ট গল্প থেকে,
ভালবাসার সৃষ্টি হয় ।
মাঝে, মাঝে ফোন করলে,
সম্পর্কটা মিষ্টি হয় ।স্বপ্ন আমার নীল আকাশে উড়ে,
আজ গান বেধেছি তোমার দেয়ায় সূরে ,
জানি আমি, তুমি এখন অনেক খানি দূরে,
তবুও তুমি আছো আমার হৃদয় জুড়ে।ভালোবেসে অনেকেই ভালোবাসা পায় না,
ভালোবাসি বললেই ভালোবাসা যায় না,
ভালোবেসে ভালোবাসা কয় জনে পায় ?
তবুও তো সকলেই ভালোবাসা চায়।

ভালোবাসা এসো ঘুমিয়ে পড় হে
আমার নিকটে এসে
আমি জানি আমি তোমার প্রেমের জোয়ারে
গিয়েছি ভেসেভুলিনি তো আমি তোমার মুখে হাসি,
আমার গাওয়া গানে তোমাকে ভালবাসি।
আসো আবারো কাছে হাতটা ধরে পাশে,
তোমায় নিয়ে যাবো আমার পৃথিবীতে।মেঘের হাতে আঁকতে চাইতে
পাঠিয়ে দিলাম আজ,
বন্ধু আছে অনেক দূরে
হাতে অনেক কাজ,
বৃষ্টি তুমি একটিবার জানিয়ে দিও তাকে,
বন্ধু তোমার পাশে আছে হাজার কাজের ফাঁকে!অজস্র স্বপ্নের ভিড়ে তোমায় দেখি,
সমস্ত কল্পনা জুড়ে তোমার বসবাস,
অজস্র কাব্য শুধু তোমায় নিয়ে লিখা,
অপুরন্ত বন্ধুত্ব নিয়ে তোমার অপেক্ষায় থাকা ।দুঃখ আছে মনে মনে,
বলবো আমি কার সোনা,
সোনার মতো মানুষ নাই,
তাই নিজের কষ্ট নিজেই পাই,
যেদিন পাবো তার দেখা,
বলবো আমি মনের কথা!মহান কোন উপহার পাওয়া যায় না কোন দোকানে,
পাওয়া যায় না কোন গাছের নিচে,
সেটা পাওয়া শুধু সত্যিকারের ভালবাসার মানুষের মনে।তুমি যদি ৮০ বছর বাঁচো,
তবে ৭২০ টা পূর্ণিমা পাবে,
১৬০ টি ঈদ পাবে,
৮০ তা জন্মদিন পাবে,
২/৩ টি সূর্যগ্রহণ পাবে কিন্তু
আমার মতো প্রেমিক একটাই পাবে।আঁধার ঘরের বাতি চাঁদের ওই হাসি,
আমার থেকে তোমায় আমি অনেক ভালোবাসি।
জোসনা রাতের তারা মনের আকাশের চাদ,
আমায় ভালোবাস দিবা নিশি রাত।

তুমি আমার মন আকাশে উড়ে চলা পাখি,
s তুমি আমার মোবাইল ফোনের তিনশো টাকার কার্ড,
তুমি আমার ফুলদানিতে শুভাশিত ফুল,
a তুমি আমার জীবনে বেঁচে থাকার মূল।শান্ত নদীর ঢেউয়ের মাঝে, মনটা শুধু তোমায় খুঁজে।
বসে আছি তাই নদীর তীরে,
কত যে স্বপ্ন তোমায় ঘিরে,
শুধুই আমার হবে সবসময় পাশে রবে।পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা,
সবই তোমায় দেব, একটাই আশা,
তুমি ভুলে যেয়ো না আমাকে,
আমি ভালোবাসি তোমাকে।যদি মন কাঁদে আমি আসবো বর্ষা হয়ে,
s যদি মন হাসে আমি আসবো চাঁদ হয়ে।
যদি মন ওড়ে আমি আসবো পাখি হয়ে,
a যদি মন খোঁজে আমি আসবো, খুঁজে দেখো না।হৃদয় এর ভাষা বুঝে বড় দেয়,
ভুল করে কেউ প্রেমে পড়ে যায়,
যদিও এই কথা মিথ্যা নয়,
ভালোলাগা শেষে ভালোবাসা হয়।
তবুও ভালোলাগা আর ভালোবাসা এক নয়।মেঘের হাতে একটা চিঠি পাঠিয়ে দিলাম আজ
বন্ধু আছে অনেক দূরে সঙ্গে হাজার কাজ বৃষ্টি,
একটি বার জানিয়ে দিও তাকে বন্ধু
তোমার পাশে আছি হাজার কাজের ফাঁকে।তুমি শুনতে চাওনি আমার কোনো কথা,
তুমি বুঝতে চাওনি আমার এ ব্যাকুলতা।
অপেক্ষায় থাকা হৃদয়ের কথা তুমি কখনো
বুঝোনি, ভালোবাসার নীল আকাশে তুমি কভু ফেরোনি,
আসলেই তুমি কোন দিন আমায় ভালোবাসোনি।

ভালোবাসা মানে ভালো লাগা নয়,
ভালো লাগলেই কাউকে ভালোবেসোনা।
কারণ ভালোলাগা হয় আকর্ষণ থেকে,
আর ভালোবাসা স্বর্গ থেকে।তোমার এক চোখে রোদের আকাশ ,
অন্য চোখে ছায়া, তোমার জন্য বুকের ভিতর ঝরছে শুধু মায়া,
হৃদয় জুড়ে তোমার জন্য স্বপ্ন রাশি রাশি,
আমার চেয়ে তোমায় আমি বেশি ভালোবাসি।যত দূরে যাওনা কেন, থাকবো তোমার পাশে,
যেমন করে বৃষ্টি ফোটা জড়িয়ে থাকে ঘাসে,
সকল কষ্ট মুছে দিবো, দিবো তোমায় হাসি,
হৃদয় থেকে বলছি, তোমায় অনেক ভালোবাসি।হারিয়ে গেছে অনেক কিছু
সকাল থেকে রাত,
হারিয়ে গেছে পাশাপাশি
আঁকড়ে ধরা হাত,
হারিয়ে গেছে প্রথম প্রেমে
টুকরো হওয়া মন,
চলতে চলতে হারিয়ে গেছে
বন্ধু কত জন!আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া,
আমার জীবনে কোনো স্বপ্ন নেই
তুমি ছাড়া, আমার দুচোখ কিছু
খোজেনা তোমায় ছাড়া, আমি কিছু
ভাবতে পারিনা তোমায় ছাড়া,
আমি কিছু লিখতে পারিনা তোমার নাম ছাড়া,
আমি কিছু বুঝতে চাইনা তোমায় ছাড়া।যদি তুমি চাদ চাও আকাশ থেকে এনে দেব,
s যদি তুমি রং চাও তাহলে রংধনু এনে দেব,
যদি বন্ধু চাও তাহলে জীবন দিয়া দেব.
আর যদি ভুলে যাও পিঠের চামড়া তাহলে পিঠের
চামড়া তুলে দিবো, তবুও তোমায় ভালোবেসে যাবো।ভালোবাসা মানে হাজারো কবিতার চরণ গুলি,
s ভালোবাসা মানে শিল্পীর আঁকা রঙগুলি,
ভালোবাসা মানে সুদূর আকাশের তারাগুলি,
a ভালোবাসা মানে আমাবস্যা রাতে জোসনা পাওয়া,
ভালোবাসা মানে অন্ধ বিশ্বাসে তোমার কাছে যাওয়া,
n ভালোবাসা মানে অভিমানী হয়ে বসে থাকা।

একটু একটু প্রেম আর একটু একটু সুখ,
এই ভালোবাসা পেয়ে ভোরে যাক আমার বুক।
অনেক সাধনার পর পেয়েছি তোমায়,
তাই তোমাকে আর হারাতে চাইনা কোনো অবেলায়।বৃষ্টি পরে আকাশ জুড়ে, মন যে কাঁদে তোমার তোরে,
বন্ধু তুমি অনেক দূরে, তোমার লাগি পড়ান যে পুড়ে,
এস তুমি আমার তোরে, বাসবো ভালো জীবন ভোরে।কিছু বৃষ্টির জল অশ্রু হিসাবে নিলাম,
s কিছু ফুলের কাঁটা ব্যথা হিসাবে নিলাম,
কিছু সুখ নিরদাবি করে দিলাম,
a কিছু দুঃখ ধার হিসাবে নিলাম,
অবশেষে কিছু গোলাপ শুভেচ্ছা হিসাবে দিলাম।
Read aslo
Wedding Anniversary Wishes Malayalam | 500+ വിവാഹ വാര്ഷിക ആശംസകള് – Images – Status
300+ Bengali Quotes | বেস্ট বাংলা কোটস | Quotes In Bengali | Images
Birthday Wishes In Bengali | বাংলায় জন্মদিনের শুভেচ্ছা | 500+
if you have liked the most beautiful Bengali Love Caption 600+ বাংলা প্রেমের উক্তি – Bengali Love Shayari to Express your Feelings to your Loved Ones. Share your love feelings with your loved ones. Follow us on Facebook, Twitter & Instagram.