Bengali Friendship Quotes for all friendship lover. In this post you will get the most popular bengali friendship quotes for free. All quotes are really very nice and amazing. Quotes are the best way to say mind. So we are writing the bengali friendship quotes And Friend Status Bangla for all of you. Thanks for reading out post quotes. If you like to share quotes with your friends, then this quotes will help you more.

Table of Contents
Bengali Friendship Quotes

যেকোনো সম্পর্কের মধ্যেই
বন্ধুত্ব গড়ে উঠতে পারে,
কিন্তুু বন্ধুত্বে উপর আর কোনো
সম্পর্ক গড়ে উঠতে পারে না।
ইশক একদিন বন্ধুত্বকে জিজ্ঞেস করেছিল,
আমি এখানে যখন আপনার ব্যবসা কি
তাই বন্ধুত্ব বলল কোথায় তুমি ব্যর্থ,
আমার নাম আছে.
বন্ধুত্ব কখনও হারায় না..
হারিয়ে যায় সেই মানুষটি
যে বন্ধুত্বের মূল্য দিতে পারেনা।

একটি বই একশটি বন্ধুর সমান,
কিন্তু একজন ভালাে বন্ধু পুরাে
একটি লাইব্রেরির সমান।
-এপিজে আব্দুল কালাম
আমরা যেখানেই থাকি না কেন আমাদের
বন্ধুরা জায়গাটিকে আমাদের জন্য সুন্দর
ও আরামদায়ক করে তোলে।
ভালােবাসা তৈরি হয় ভালো লাগা থেকে,
স্বপ্ন তৈরি হয় কল্পনা থেকে,
অনুভব তৈরি হয় অনুভূতি থেকে,
আর বন্ধুত্ব তৈরি হয় মনের গভীরে থেকে।

কাউকে তোমার সামনে অন্যের
দোষ ত্রুটি বর্ণনা করতে দেখলে,
তাতখনিক তাকে বন্ধুর
তালিকা থেকে দূরে সরিয়ে দাও।
একজন সত্যিকারের বন্ধু সেই ব্যক্তি
যিনি আপনার অর্থহীন নাটক বারবার
শুনতে ক্লান্ত হন না।
একজন স্বার্থপর বন্ধু তােমাকে
বিপদে ফেলে রেখেই চলে যাবে,
কিন্তু একজন সত্যিকারের বন্ধু,
তােমাকে সেই বিপদ মধ্যে
আলাে দেখিয়ে নিয়ে যাবে।

গোপনীয়তা রক্ষা করে
না চললে বন্ধুত্ব টিকে না।
জীবনের প্রতিটি পর্যায়ে প্রত্যেকেরই
একজন বন্ধু থাকে। কিন্তু শুধুমাত্র
ভাগ্যবানদেরই জীবনের সব পর্যায়ে
একই বন্ধু থাকে।
বন্ধুত্ব কোনোদিন হরাইয় না,
হারিয়ে যাই সেই মানুষটি,
যে বন্ধুত্বের মুল্য দিতে পারে না।

বন্ধুত্ব গড়তে ধীরগতির হও।
কিন্তু বন্ধুত্ব হয়ে গেলে প্রতিনিয়তই তার
পরিচর্যা করাে। -সক্রেটিস
একজন সত্যিকারের বন্ধু সেই যে
আপনার ব্যর্থতা উপেক্ষা করে এবং
আপনার সাফল্যকে উপভোগ করে।
বন্ধুত্বে নেই কোনাে দিন
আর নেই কোনাে বার,
এটা এমন ধরনের এক অনুভূতি
যেখানে শুধুই থাকে বন্ধুত্ব আর বন্ধুত্ব।

প্রকৃত বন্ধুত্ব, বাস্তব কবিতার মতো,
অত্যন্ত বিরল - এবং মুক্তার মতো মূল্যবান।
যে সবার বন্ধু,
সে আসলে কারোরই হয়না।
বন্ধুত্বের গভীরতা পরিচিতের
দৈর্ঘ্যের ওপর নির্ভর করে না।

তােমার বন্ধু হচ্ছে সে,
যে তােমার সব খারাপ দিক জানে;
তবুও তােমাকে পছন্দ করে।
বন্ধু হল আত্মীয় যা আপনি নিজের
জন্য তৈরি করেন।
একমাত্র বন্ধুই আছে যে
সবসময় পাশে থাকবে।
জীবনের সব কথা
একমাত্র সেই রাখবে।
যত কষ্টেই থাকি না কেন
বন্ধুই পাশে থাকবে।

আমি মনে করি বন্ধুত্ব আলাদা
কোনাে সম্পর্ক নয়,
সব সম্পর্কের উন্নত
অবস্থার নাম বন্ধুত্ব।
-কিশাের মজুমদার
জীবনের সবচেয়ে বড় উপহার হল
বন্ধুত্ব এবং আমি তা পেয়েছি।
বন্ধু মানে IM HAPPY FOR
YOUR SUCCESSনয়
বন্ধু মানে TREAT দিবি কবে?

বন্ধু তাে সেই যে হাজার ব্যস্ততার মাঝেও
একবার হলেও বলে Oi কি করছিস?
সেরা বন্ধুরা ভাল সময়গুলিকে আরও ভাল
এবং কঠিন সময়গুলিকে সহজ
করে তোলে!
জীবনকে একদিক বন্ধু বানানো
সাধারণ জিনিস কিন্তু
একটি বন্ধুর সাথে সারা জিবন
নিভানো সেটা অসাধারন ব্যাপারে।

যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে
সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকে।
কিছু সম্পর্ক খুব দামী হয় যেমন Best Friend
একজন সত্যিকারের বন্ধুতো
সে যে তখন তোমার সাথে দিয়েছিলেন,
যখন সবাই তোমার সাথে ছেড়ে দিয়াছিল।

বন্ধুত্ব ও ভালো ব্যবহার
তোমাকে সেখানে নিয়ে যাবে,
যেখানে অর্থ তোমাকে
নিয়ে যেতে পারবে না।
পাশাপাশি বা অনেক মাইল দূরে,
প্রিয় বন্ধুরা সবসময় হৃদয়ের
কাছাকাছি থাকে।
সত্যিকারের বন্ধুত্বের একটা
জিনিস ভালো, যে সে
তোমাকে ভালোভাবে বুঝতে পারে,
তুমিও তাকে ভালোভাবে বুঝ।

বন্ধুত্ব কখনও বন্ধুত্ব Special
মানুষের সাথে হয় না,
যাদের সাথে বন্ধুত্ব হয় তারাই
আমাদের কাছে Special হয়ে যায়।
তুমি আমার কাছে সত্যিই বিশেষ,
তুমি আমার সত্যিকারের বন্ধু।
একজন ভালো বন্ধুতো সেই যে
তখনও তোমার সঙ্গে থাকে,
যখন তোমাকে সবাই একা ছেড়ে দেয়।

সব নতুন জিনিস আমাদের খুব প্রিয় হয়,
কিন্তুু বন্ধুর ক্ষেত্রে উল্টো।
সত্যিকারের ভালবাসা যেমন বিরল,
সত্যিকারের বন্ধুত্বও বিরল।
বার্থপর বন্ধুর শুধু একটি পরিচয়ই হয়,
ভালো সময়ে কাছে ও
খারাপ সময়ই দূরে সরে যাই।

ভালবাসা ও বন্ধুত্ব আছে যে
স্থানে আমিও আছি সেই খানে,
থেকো সবাই হৃদয় মাঝে
যেওনা সরে কোনো অভিমানে।
বন্ধুত্ব যদি আপনার দুর্বলতম বিন্দু হয়
তবে আপনি এই বিশ্বের সবচেয়ে
শক্তিশালী ব্যক্তি।
নতুন বছরে সবাই নতুন নতুন জিনিস চাই
কিন্তু আমার সেই পুরানো বন্ধু চাই।

বন্ধুত্ব নিয়ে কিছু সেরা লাইন ও ক্যাপশন
ভালোবাসো নয় বন্ধুত্বে বিশ্বাস রাখি তাই
করো প্রেমিক নই বরং এক বন্ধুর বন্ধু হতে রাজী।
জীবনের অন্যতম সেরা জিনিস হল
একজন ভালো বন্ধু!
Friend Status Bangla
বন্ধুত্ব করা মাটির উপর মাটি দিয়ে লেখার মতো সহজ। কিন্তু তা রক্ষা করা পানির উপর পানি দিয়ে লেখার মতো কঠিন।

বন্ধুত্ব কাঁচের মতো, যাকে যত্ন করে রাখতে হয়। কারণ একবার ভেঙে গেলে, জোড়া লাগানো কঠিন। আর যদি জোড়া লাগানোও যায়, ভাঙা চিহ্নটা তবুও রয়েই যায়।
বন্ধুত্বের কোনো রং নেই, তবু রঙিন হয়। বন্ধুত্বের কোনো চেহারা নেই, তবু সুন্দর হয়। বন্ধুত্বের কোনো ঘর নেই, কারণ বন্ধুত্বের ঘর তো বন্ধুর মনে হয়।

বন্ধুত্বের মতোন দামী সম্পর্ক পৃথিবীতে আর কিছু নেই। এটা এমন একটা সম্পর্ক যেটা ছাড়া পৃথিবীর আর কোনো সম্পর্কের অস্তিত্বই সম্ভব নয়।
প্রেম আর বন্ধুত্ব দুটিই ভালোবাসা ছাড়া হয় না। কিন্তু প্রেম যতো গভীর হয় মানুষ ততোই কষ্ট পায়, আর বন্ধুত্ব যতো গভীর হয় মানুষ ততো আনন্দ পায়।

জীবনে অনেক বন্ধু বানানো একটা সাধারণ ব্যাপার। কিন্তু, সারাজীবন শুধু একজন বন্ধুর সাথে বন্ধুত্ব করাটা একটা বিশেষ ব্যপার।
একটা ভালো বন্ধুত্ব অনেকটা রঙিন রামধনুর মতোন। যখন একদম ঠিকঠাক অনুপাতে হাসি ও কান্না মিশিয়ে দেওয়া হয়, তখনই বন্ধুত্ব নামের রামধনুটা দেখতে সবচেয়ে সুন্দর হয়।

বন্ধুত্ব হচ্ছে স্বার্থহীন সামাজিক সম্পর্ক। যে সম্পর্ক রক্তের সম্পর্কের চেয়েও বেশী। বন্ধু মানে প্রতিশ্রুতি ছাড়া আজীবন পথচলার সঙ্গী। বন্ধুত্বে নেই আনুষ্ঠানিকতা। বন্ধু মানে চালিয়ে যা…তোর সঙ্গে আমি আছি।
বন্ধুত্ব একটি স্বর্গীয় জিনিস। চাইলেই পাওয়া যায়না, অর্জন করতে হয়। এবং ভালো বন্ধুত্ব একবার অর্জন করা গেলে সারাজীবন এটি ছায়ার মতো পাশে থাকে।

কিছু কিছু সম্পর্ক এমন হয়- যেখানে চেনার দরকার হয়না, দেখার দরকার হয়না, কোনো চাওয়া থাকে না, কোনো স্বার্থ খোঁজে না। তারপরও অনেক মায়া হয়ে যায়।
বন্ধুত্ব আমার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। পরিবারের বাইরে কোথাও কাজ করতে গেলে, আমার কাজের সঙ্গী হয় বন্ধুরা। যা মনকে আনন্দে ভরিয়ে তোলে।

বন্ধুত্ব মানে কারো দোষ ভুলিয়ে দেওয়া নয় বরং সেটা ক্ষমা করে দেওয়া, শুধু কিছু শুনে যাওয়া নয় বরং সেটা বুঝতে চেষ্টা করা, শুধু দেখা নয় সেটাকে অনুভব করা, কাউকে চলে যেতে দেওয়া নয় বরং তাকে আগলে রাখা।
বন্ধুত্বের পিছনে কোন স্বার্থ থাকে না। এটি স্বার্থ ছাড়া তৈরি হয়। তাই বন্ধুত্ব হল পৃথিবীর অন্যতম সুন্দর সম্পর্ক।

কখনো তোমার ভালো বন্ধুদের থেকে দূরে সরে যেও না। যদি কখনো মনে হয় যে তোমার বন্ধু কোনো ভুল করেছে, তাহলে তাকে ক্ষমা করে দাও। কারণ পৃথিবীতে কেউই সম্পূর্ণ নিঁখুত হতে পারে না।
সব ভালোবাসা প্রেম নয় কিছু ভালোবাসা বন্ধুত্বেরও হয়।

বন্ধুত্ব মানে দুই প্রাণ এক মন, বন্ধু মানে রক্তের সম্পর্ক হীনা এক আপনজন। বন্ধুত্বের মানে খুঁজতে তুমিও হবে ব্যর্থ, কারণ বন্ধুত্বের মাঝে থাকে না কোন স্বার্থ।
কথায় বলে, বন্ধুত্বে যদি সত্যিই প্রাণের টান থাকে তবে ৫০ বছর কোনও যোগাযোগ না থাকার পরেও, দেখা হলে বন্ধুরা একে অপরকে ঠিক আগের মতোই জড়িয়ে ধরে।

বন্ধুত্বের কোনও বয়স হয় না, বন্ধুত্ব কারো পরিবার বা কারো চেহারা দেখে তৈরি হয় না। বন্ধুত্ব তৈরি হয় মনের মিলন থেকে। বন্ধুত্ব নিয়ে ইতিহাস বা রচনা লিখেও শেষ করা যাবে না।
পৃথিবীতে সবচেয়ে মূল্যবান হলো খাঁটি বন্ধুত্ব। যদি বন্ধু ভালো হয়, তাহলে সেখানে অশ্রুর কোনো ঠাই নেই।
Friendship quotes in Bengali

প্রকৃত বন্ধুত্ব চোখের দৃষ্টিতে অদৃশ্য, মস্তিষ্কের দৃষ্টিতে আবছা, কিন্তু হৃদয়ের দৃষ্টিতে প্রবলভাবে প্রতীয়মান।
Read More : Bengali Quotes
বন্ধুত্বের মধ্যে এমন একটি নিবিড় ভালোবাসা আছে, যা অন্য কোন সম্পর্কে নেই।

যদি তুমি নিজের সাথে বন্ধুত্ব করে নাও, তাহলে তুমি কখনো একলা অনুভব করবে না।
জীবনের সায়াহ্নে তোমার শত্রুর কথা তোমার মনে থাকবে না, মনে থাকবে তোমার সব বন্ধুদের বন্ধুত্ব।

বন্ধুত্ব অর্থ দিয়ে কেনা যায় না, চোখ দিয়ে দেখা যায় না। এটিকে অনুভব করতে হয় হৃদয় দিয়ে; আর আগলে রাখতে হয় ভালোবাসা দিয়ে।
বন্ধুত্ব একটি মোমবাতির শিখার মতোন। একটুখানি যত্ন নিয়ে যাকে জ্বলতে দিলে, সে অক্লান্তভাবে নিজের শেষ নিশ্বাস অবধি আলো দেবে।

জীবনে যদি কারোর সাথে সত্যি মন দিয়ে বন্ধুত্ব করে থাকো, তাহলে তাকে হারিয়ে যেতে দিওনা। কারণ, চোখের জল হয়তো মোছা যায়, কিন্ত হৃদয়ের কান্না কোনো ভাবেই মুছতে পারবে না।
বন্ধুত্ব এবং গোলাপের মধ্যে সবচেয়ে বড়ো পার্থক্য হলো এই যে, গোলাপ কিছুক্ষণের জন্য টিকে থাকে, কিন্তু বন্ধুত্ব হলো চিরন্তন।

বন্ধুত্ব সেই ছাতার মতোন, যা তোমাকে সব ঝড়-ঝঞ্ঝা থেকে রক্ষা করে। তোমায় শুধু শক্ত হাতে সেই ছাতাটা ধরে থাকতে হবে।
বন্ধুত্বে আলো বন্ধুত্বে ভয় বন্ধুত্বে শক্তি বন্ধুত্বে জয়।
প্রেম নয় বন্ধুত্ব দামী! আগলে রাখতে হলে শুধু ভালোবাসা নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখা যায়।

মন ভাঙা আর ঠকে যাওয়ার মধ্যে মিল কোথায় জানো? দুটোর একটাও বন্ধুত্বের মধ্যে আসে না।
মিথ্যা বন্ধুত্ব হল মাটির পুতুলের মতো। যা সামান্য আঘাতেই ভেঙে যায়। আর সত্যি কারের বন্ধুত্ব হলো জলের মতো, যা শত আঘাতের পরেও ফিরে আসে আর মিলে যায়।
সত্যিকারের বন্ধুত্ব হলো পাশাপাশি নীরবে বসে থাকা। অথচ তারপরেও মনে হয়, সবথেকে ভালো আড্ডা সেদিনই হল।

হাজার হীরের চেয়েও বেশি দামী হল একটা সত্যিকারের বন্ধুত্ব। কিন্তু হিরে খোঁজা হয়তো সহজ, কিন্তু সত্যিকারের একটা বন্ধু খুঁজে পাওয়া সত্যিই খুব কঠিন।
মানুষের সব সম্পর্ক হয় জন্মগত। শুধু একটা সম্পর্ক সে নিজে গঠন করতে পারে। আর সেটা হল বন্ধুত্ব। আর সেই বন্ধুত্ব হয় নিঃস্বার্থ।
জীবন হল বাঁচার জন্য, মন হল দেওয়ার জন্য, ভালোবাসা হল সারা জীবন পাশে থাকার জন্য, আর বন্ধুত্ব হল জীবন কে সুন্দর করার জন্য।

বন্ধুত্বের শুরু তখনি ঘোষিত হয়ে যায়, যখন একজন আর একজনকে বলে, সে কি তুমিও? আমি ভাবলাম আমি একা।
ভালো বন্ধুকে কখনো সন্দেহ করো না। কারণ সন্দেহ থেকে জন্ম নেয় অবিশ্বাস, আর অবিশ্বাসের কারণে ভেঙে যায় মধুর মতো মিষ্টি একটা বন্ধুত্ব।
বন্ধুত্বের সবচেয়ে বড়ো উপহার হল- বুঝতে পারা আর বোঝাতে পারা।
বন্ধুত্বের কোন ধর্ম থাকে না, শুধু মনের মিল থাকলেই যথেষ্ট।

জীবনে প্রকৃত বন্ধুত্ব থাকলে ভালোবাসার দরকার পড়ে না। কারণ একজন প্রকৃত বন্ধুর মধ্যে তোমায় ভালো রাখার সবরকম গুণ আছে।
কিছু বন্ধুত্ব টম ও জেরির মতো। তারা একে অপরকে জ্বালাতন করে; মারপিট করে; দুষ্টুমি করে; কিন্তু একে অন্যকে ছাড়া বাঁচতে পারে না।
বন্ধুত্ব শুধু একটা শব্দ নয়, শুধু একটা সম্পর্ক নয়, এটা একটা নীরব প্রতিশ্রুতি। আমি ছিলাম, আমি আছি এবং আমি থাকবো। জীবনের শেষ দিন পর্যন্ত।

বন্ধুত্ব এমন একটি গাছ- যা ছায়া দেয়, দুঃখী মনকে ভালো করে দেয়। প্রতিটা সন্ধ্যা বন্ধুত্ব ছাড়া অসম্পূর্ণ।
জীবন হেরে যায় মৃত্যুর কাছে, সুখ হেরে যায় দুঃখের কাছে, ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে, আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে।
Read Also : Best Alone Quotes Malayalam
কাউকে বন্ধু বানাতে যে সময় লাগে তার চেয়ে অনেক কম সময় লাগে সেই সম্পর্ক ভাঙতে। তাই বন্ধুত্ব বেছে করো, আর বেছে নেওয়া বন্ধুদের কখনও হারিয়ে যেতে দিও না।

বন্ধুত্ব হাসায় আবার কখনো কাঁদায়, বন্ধুত্ব কখনো দুঃখ বাড়ায় আবার আনন্দ বাড়ায়। বন্ধুত্ব এমন একটি সম্পর্ক যার সাথে সবকিছু শেয়ার করা যায়।
তুমি কখনও বন্ধুত্বকে কিনতে পারবে না, তুমি এটা উপার্জন করে নাও। কেউ যদি সাহায্যের জন্য আসে, তখন তুমি সত্যিকার বন্ধু হয়ে যেও।
পার্থক্যটা তোমার নিজের ভাবনায়, নইলে বন্ধুত্বও ভালোবাসার থেকে কম নয়।
শত ঝগড়া, মান-অভিমান, এরপর আবার মিলে যাওয়ার নামই বন্ধুত্ব।
বন্ধুত্ব হয় onetime। But সত্যিকারের বন্ধুত্ব গুলো টিকে থাকে lifetime।

বন্ধুর বন্ধুত্বে কোন নিয়ম নেই, আর এটা শেখানোর জন্য কোন স্কুল নেই।
বন্ধুত্ব মানে একটি সুন্দর হৃদয়, যে কখনো ঘৃণা করে না। একটি মিষ্টি হাসি, যা কখনো ম্লান হয় না। এমন অনুভূতি যা কখনো কষ্ট দেয় না। এবং এমন একটি সম্পর্ক যা কখনই শেষ হয় না।
ত্যাগ ভালোবাসার থেকে বড়ো, চরিত্র সৌন্দর্য্যের থেকে বড়ো, মনুষ্যত্ব ঐশ্বর্যের থেকে বড়ো, কিন্তু এমন কিছু কি আছে যা বন্ধুত্বের থেকে বড়ো?
একটা অপরিচিত মানুষ যখন আপন হয়, তখন মনে হয় সে রক্তের সাথে মিশে আছে। বন্ধুত্বের সম্পর্ক ঠিক এরকমই হয়।
বন্ধুত্ব কখনো হারায় না। হারিয়ে যায় সেই মানুষটি, যে বন্ধুত্বর মূল্য দিতে জানে না।

একটা সুন্দর বন্ধুত্ব গড়ে ওঠে দুটো জিনিসের ওপর ভিত্তি করে- একঃ মিল গুলো খুঁজে বের করা, দুইঃ অমিল গুলোকে শ্রদ্ধা করা।
প্রেমিক: তোমার কিছু হলে আমি বাঁচবো না, কিন্তু বন্ধু : আমি থাকতে তোমার কিছু হতেই দেব না। এটাই বন্ধুত্ব!
বন্ধুত্বের সম্পর্ক কখনো শেষ হয় না। শুধু আমরা চিনতে পারি কে প্রকৃত বন্ধু আর কে প্রকৃত বন্ধু নয়।
ইতিহাসের পাতায় লেখা আছে- বন্ধুত্ব বানানো নয়, বন্ধুত্ব পালন করা হলো আসল বন্ধুত্ব।
বন্ধুত্ব বেদনা নয় সুখের বার্তা। এটা একটা সুন্দর অনুভূতি, যার কারণে এই সমগ্র বিশ্ব সুখী।
বন্ধুত্ব এমন একটা সম্পর্ক, রক্তের সম্পর্ক না হলেও মনের সব কথা খুলে বলা যায়।
বন্ধুত্বের পরে ভালোবাসা সম্ভব কিন্তু ভালোবাসার পর কখনই বন্ধুত্ব সম্ভব না।

Best friend quotes in Bengali
বন্ধু জীবনে অনেক আসে তবে স্কুল লাইফের
বন্ধুরা, একটু বেশিই স্পেশাল হয়।
বন্ধু বিপদে থাকলে না ডাকলেও যাও
কিন্তুু খুশিতে থাকলে না ডাকলে যেও না।
খুব অল্প সংখ্যক বন্ধু ছিলো,
তাদের সাথেও দূরত্ব বেড়ে যাচ্ছে!
প্রেমিক তো সেই যাকে বন্ধুর মতো
সব কথা খুলে বলা যায়
একজন প্রেমিক ই হতে পারে শ্রেষ্ঠ বন্ধু।
ছেলে-মেয়ে বেস্টফ্রেন্ড হইলেই সমস্যা,
দুনিয়া ভাবে ওরা প্রেমিক-প্রেমিকা!
পারফেক্ট এর থেকে পার্মানেন্ট অনেক দামি!
সেটা বন্ধুত্ব হোক বা ভালোবাসা!

গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল
তেমনি বন্ধু একটি বিশেষ জাতের মানুষ।
যে ব্যক্তি নির্দোষ বন্ধুর তালাশে থাকে
চিরদিন তাকে বন্ধু ছাড়া থাকতে হয়।
যেসব মানুষ বন্ধুদের অপমান করে
ও কাপুরুষের মতো বন্ধুদের অপমানিত
হতে দেখেও নীরব থাকে তাদের সঙ্গে সংসর্গ করো না।
বন্ধু সে নয়, যে অন্যের কথা
শুনে তােমাকে সন্দেহ করবে।
বন্ধু হলো সে,যে তোমার উপর
সন্দেহ করা তাে দূরের কথা,
কেউ তােমার নামে কিছু বললে
সে তোমার পক্ষ নিয়ে প্রতিবাদ করবে।
আমার বন্ধুদের কাছ
থেকে মমতা চাই,
সমবেদনা চাই,
সাহায্য চাই ও
সেই জন্যই বন্ধুকে চাই!
নিয়তি তোমার আত্মীয় বেছে দেয়,
আর তুমি বেছে নাও তোমার বন্ধু।
আমাদের রহস্যময়তার পরীক্ষণে প্রাপ্ত
সবচেয়ে সৌন্দর্যময় জিনিসগুলো হলো শিল্প,
বিজ্ঞান এবং বন্ধুত্ব। -অ্যালবার্ট আইনস্টাইন
একজন প্রকৃত বন্ধু হলো
জীবনের সবচেয়ে বড় পাওয়া,
জীবনের অনেক মূল্যবান উপহার।

কোন মানুষই অপ্রয়োজনীয় নয় যতক্ষণ তার
একটিও বন্ধু আছে।-রবার্ট লুই স্টিভেন্স
সবকিছুর শেষে আমরা আমাদের
শত্রুদের বাক্য মনে রাখবাে না,
কিন্তু বন্ধুর নীরবতা মনে রাখবাে।
- মার্টিন লুথার কিং।
পাগল বন্ধুরা ভালো সময় এবং
সেরা স্মৃতি তৈরি করে।
একজন বন্ধু আপনার সম্পর্কে সবকিছু
জানে এবং যাইহোক আপনাকে
ভালবাসে।
পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ Gift হলো বন্ধুত্ব এবং
সেই গিফট আমি তোর জন্য পিয়েছি।
পৃথিবীতে সবাই বন্ধু খুঁজে আর আমি
বন্ধুদের মাঝে আমার পৃথিবী খুঁজে পাই!
মানুষ পাল্টে যায় স্বার্থের জন্য ও আর বেস্ট
ফ্রেন্ডগুলো পাল্টে যায় প্রেমের জন্য।
সে বন্ধু হোক বা ভালোবাসা!
আজকাল ভালো থাকতে গেলে কারো
কাছে Expectations রাখা উচিত নয়।

তোর আমরা বন্ধুত্বের সম্পর্কটি এত গভীর হোক,
যাতে দুনিয়া বলে এই রকম বন্ধু সবার হোক
কিছু বন্ধুদের সাথে হয়ত কথা কমে গেছে, হয়ত
দুরত্ব বেড়ে গেছে কিন্তু তারা বন্ধু আছে আজীবন।
আসল বন্ধুতো তো সেটাই যার কাছে
বিশ্বাস জমা রাখা যায় আর
দুঃখগুলো Share করা যায়।
একজন সত্যিকারের বন্ধু আপনার
হাত ধরে আপনার হৃদয় স্পর্শ করে।
সবারই একজন বন্ধু আছে কিন্তু
তোমার মত ভালো বন্ধু খুব কমই আছে।
তারাই সত্যি ভাগ্যবান, যাদের স্কুল জীবনের
এর বন্ধুত্ব এখনো টিকে আছে।
বন্ধুদের সাথে রাস্তায় হাসতে হাসতে
বাড়ি ফেরা দিন গুলি অনেক Miss করি
তাদের সাথে যে সময় বন্ধুত্ব গড়ে উঠেছিল,
তখন চাওয়া পাওয়া অনেক কম ছিলো।
চাইনা কোনো Ex চাইনা কোনো Next
ভালো থাকার জন্য চাই শুধু একটি Best Friend
Bondhutter Quotes Bangla
বন্ধু মানে No sorry
বন্ধু মানে মজা is very very
বন্ধু মানে সুখ দুঃখ share করি
বন্ধু মনে আমি তো আছি Dont worry

না আছে Ex Naa আছে Next ,
আমরা জন্য বন্ধুরাই Best
বন্ধুত্ব কখনও হাসায় বন্ধুত্ব
কখনও রাগায় বন্ধুত্ব
দুঃখ কমায় আবার বন্ধুত্ব
আনন্দ বাড়ায় বন্ধুত্ব এমন
একটি সম্পর্ক যা জিবনে
অনকে কিছু শেখাই।
সত্যিকারের বন্ধুত্ব প্রকৃত জ্ঞান
বহন করতে পারে। এটি অন্ধকার এবং
অজ্ঞতার উপর নির্ভর করে না।
একটা ভাল গান ৫ মিনিটের জন্য
একটা ভাল ছবি ৩ ঘন্টার জন্য
একটা ভাল কলেজ ২ বছরের জন্য আর
একটা ভাল বন্ধু সারা জীবনের জন্য।
মনে রাখবেন, একটা ভালাে বন্ধু সেই হয়,
যে তােমার জীবনে ভালাে সময় নিয়ে আসে!
বন্ধুদের মধ্যে একটা মিল থাকে
সেটা হলাে-সব কিছুতেই
সত্যিকারের বন্ধুত্ব গাছের ধীরে ধীরে
বেড়ে ওঠার মতাে বাড়ে। - জর্জ ওয়াশিংটন
যে কোনাে সম্পর্ক কতটা স্থায়ী হবে তা নির্ভর করে
সেই সম্পর্কের মধ্যে কতটা বন্ধুত্ব গড়ে উঠেছে
তার উপর। -কিশাের মজুমদার
প্রেম একদিন হারিয়ে যায়
কিন্তু সত্যিকারে বন্ধুত্ব কখনই হারায় না।
যদি তুমি নিজের সাথেই
বন্ধুত্ব করে নেও,
তাহলে তুমি কখনোই
একলা অনুভব করবে না।
বন্ধুত্ব শুধু একটা শব্দ নয় বা
শুধু একটা সম্পর্ক নয়,
এটা একটা নীরব প্রতিশ্রুতি।
আমি ছিলাম আমি আছি ও আমি থাকবো।

প্রত্যেক নতুন জিনিসকেই উৎকৃষ্ট মনে হয়।
কিন্তু বন্ধুত্ব যতই পুরাতন হয় ততই উৎকৃষ্ট ও দৃঢ় হয়।
আসল বন্ধুতো সেই যে তোমার
বর্তমানকে বুঝে তোমার ভবিষ্যত কে
বিশ্বাস করে এবং তুমি যে রকম
তোমাকে সেইভাবে স্বীকার করে
তোরা যখন পাশে থাকিস,তখন হাজারো অপ্রাপ্তির
মাঝেও মন খুলে হাসতে পারি। এই জন্যই হয়তো
বলা হয় বন্ধু ছাড়া লাইফ impossible
Best friend তো সেই যে
তোমার সব চিন্তা দূর করে,
আর অজান্তেই তোমার
মনের সব কথা জেনে ফেলে।
Dear Best friend যোগাযোগ না
থাকলেও তুই আমরা বেস্ট ফ্রেন্ড ই থাকবি।
বন্ধুর মূল্য যে কত তা
সময় আসলে বোঝা যায়।
বন্ধু মানে এটাই…! তুই যা না আমরা আছি তো।
বেস্ট ফ্রেন্ড সবাই হতে পারেনা,
একমাত্র সেই তোমার
বেস্টফ্রেন্ড হওয়ার যোগ্য
যে তোমাকে বোঝার ক্ষমতা রাখে।
স্কুলের বন্ধুদের জন্য সেটা বাংলা ক্যাপশন
বন্ধু জীবনে অনেক আসে,
তবে স্কুল লাইফের
বন্ধুরা, একটু বেশিই স্পেশাল হয়।
বেস্ট ফ্রেন্ড বাংলা ক্যাপশন
ভালোবাসা মানে শুধু প্রেম নই,
ভালোবাসা মানে বন্ধুত্ব ও হয়!

1 thought on “Bengali Friendship Quotes | Friend Status Bangla | Images 500+”