Hello Friends Bengali Caption For Profile Picture আজকাল সবাই FB, Instagram এবং আরও Whatapps মতো সামাজিক নেটওয়ার্কিংয়ের জন্য এত আগ্রহী ব্যক্তিরা তাদের Instagram Profile Picture ও Facebook Profile Picture নিখুঁত Bengali Caption সন্ধান কর.তাই তোমার জন্য এই পোস্ট এ Bengali caption for Instagram, Bengali caption for FB, Caption for FB in Bengali ও caption in Bengali unique Caption সন্ধান করে লিখে আপনাদের কে শেয়ার করলাম. আপনারা এখান থেকে ক্যাপশন গুলোকেকে কপি করে নিয়ে আপনাদের Profile Picture ফটো এডিট করে আপলোড করতে পারেন.

Bengali Caption For Profile Picture
তোমার জন্য আজও আমায় সবুজ রঙ্ টা মানায়।
বেখেয়ালি হতেই পারি, আদতে মজবুর তো নয়
তোমার থেকে আমার পাড়া আজও তেমন দূর তো নয়…
শোনো পাখি গুলো ডেকে যায়
কি জানি কি বলে যায়,
সেই সুর কানে কি বাজে?
ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহের
নিঃশ্বাস বিনা মানুষ কখনও বাঁচে কি?

নিঃস্বার্থ ভালোবাসা নিয়ে সুন্দর প্রোফাইল পিকচারের জন্যে ক্যাপশনগুলি
নিখাদ প্রেম নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সেরা লাইন কালেকশন
কাছের মানুষের ম্যানভঞ্জন নিয়ে দারুন সব ক্যাপশন
এ কোনও বন্ধন নয়। বাধ্য হয়ে থাকা কাছাকাছি…
অরণ্য ভেবেছ তুমি। আসলে আলাদা সব গাছই।
জীবনে আঘাত আসা part of life;
আর সেগুলো হাসিমুখে কাটানোই হল
art of life.
মনের কথা বলছে বলে শরাবখানার দোষ ধরো,
একটু হয়তো বেখেয়ালি, কিন্তু নেশায় চুড় তো নয়…
বছরগুলো শিক্ষক রূপে শিখিয়ে যায় মুচকি হেসে, স্মৃতিগুলিও বড্ড মধুর রয়ে যায় রক্ত মিশে।

পৃথিবীতে দুটি অনুভূতি লিখে প্রকাশ করা যায় না; পাওয়ার আনন্দ এবং হারানোর বেদনা ।
বসন্তকে বলে দিও শহরের সব কৃষ্ণচূড়া ,পলাশরা কয়েক বছর আগেই ঝলসে গেছে । ছড়া রোডের ব্যালকনিতে আজ শুধু মানিয়ে নেওয়ার ক্যাকটাস।
জীবন সহজ নয় ,জীবনকে সহজ বানিয়ে নিতে হয় ; কখনো প্রার্থনা করে, কখনো অপেক্ষা করে, কখনো ক্ষমা করে …আবার কখনো বা এড়িয়ে চলে ।
সময় বড় ব্যথা দেয়। তাই তো ঘড়িতে ফুল নয় কাঁটা থাকে।
হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় ;বদলে গেলে পাওয়া অসম্ভব ।
ঘড়ি ঠিকই আছে শুধু সময়টা খারাপ চলছে ।

বন্ধু চল রোদ্দুরে ,মন কেমন মাঠ জুড়ে
খেলব আজ ওই ঘাসে
তোর টিমে তোর পাশে!
সম্পর্ক রক্তের বাঁধনে নয়
অনুভূতির বাঁধনে তৈরি হয়
যেখানে অনুভূতির বন্ধন থাকে
সেখানে পর ও আপন হয় ।
সম্পর্ক শুধু সুখে দুঃখে পাশে থাকা নয়
সম্পর্ক এমন হোক যেন কাছে না থেকেও পাশে থাকার অনুভূতিটা হয়;
কালকে যতটা ভরসা ছিল
আজ কেও যেন ততটাই রয়।
কেউ বলে বন্ধু বড়
কেউ বলে ভালোবাসা বড়
আসলে যে সম্পর্কটা বজায় রাখে
সেই মানুষটাই সবথেকে বড়।
যারা দূরে থেকেও রাখে খোঁজ
তাদের ই জন্য বাঁচি রোজ।

তুমি টাকা কামাও ;সম্পর্ক মানুষ নিজে বানাবে!
পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়।
একা একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, বাস্তব শেখায়, চেনা মানুষের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায়।
আমি তাকে কখনো খুঁজি না যে পৃথিবীর সব থেকে সুন্দর ,আমি শুধু তাকেই খুঁজি যার জন্য আমার পৃথিবীটা হয়েছে আরও বেশি সুন্দর।
সম্পর্ক সেটা নয় যেটা দুনিয়ার মানুষকে দেখানো হয় ;সম্পর্ক তো সেটাই যেটা হৃদয় থেকে হয়।
নিজের কষ্ট অনুভব করা জীবিত থাকার প্রমাণ
অপরের কষ্ট অনুভব করা মানুষ হবার প্রমাণ ।
বাহির থেকে ২ ঘন্টা ঘুরে আসার পর
দেখি প্যান্টের চেইন খোলা
ভাগ্যিস পাঞ্জাবীটা পড়ে ছিলাম
পৃথিবীর অষ্টম আশ্চর্য জিনিস,
মেয়েদের জিন্সের প্যান্ট এর চেইন।

দুধ চা এর সাথে
পাইনএপেল বিস্কুট খাইছি
মনে হয় আজকে
বিদাই পিতিবি হইয়া যামু
একটার বেশি প্রেম করার জন্য যদি সরকার
জেল দিতো তাহলে প্রায় সব মেয়েরা জেলে থাকতো
ভাই রে ভাই
মেয়েদের কে আর বিশ্বাস নাই
just kiss করার পর বলে
আমি মা হতে চলেছি
মানবহৃদয় আয়নার মত। সে আয়নায় ভালবাসার আলো পড়লে তা ফিরে আসবেই।
মৃত্যু তো মানুষের আত্মার হয় ভালোবাসার মৃত্যু কোনদিন হয় না,
জীবন হলো বইয়ের সেই একটি পৃষ্ঠা, যেটা কখনো কেউ পড়েনি,
বেশির ভাগ ক্ষেত্রে মানুষের প্রতি মানুষের কদর বারে মৃত্যুর পর,
আমার girlfriend/boyfriend এখন ইংরেজি বইয়ের মতো হয়ে গেছে, পড়তে ভালো লাগে কিন্তু বুঝতে কিছুই পারিনা,

সূর্যের আলো নিভিয়ে দিয়ে, চাঁদের আলো দিনে দেখাবো, তুমি যদি হ্যাঁ বলো প্রথম প্রেমকে ভুলে যাবো,
আমি মনে করি আমার মনে ‘Google’ এবং মনে মনে ‘Antivirus’ থাকি।
এখন আর কেউ বলে না, বিকালে মাঠে আসিস।
দূর থেকে মানুষ চেনা সহজ, কিন্ত ভেতর থেকে চেনা খুব কঠিন
এ জীবনে অনেকেরই ভালো বন্ধু হয়েছি কিন্তু কারো প্রিয় বন্ধু হতে পারিনি..
প্রত্যেক মানুষের একবার প্রেমে পড়া দরকার, যাতে সে যেনো বুঝতে পারে যে কেনো প্রেম করা উচিৎ নয়
Gf এর সাথে তর্ক করা মানে grandmother কে smartphone ব্যবহার করা শেখানো
বদলে গেছে শুধু আমার বাইরেটা , ভেতরটা ঠিক আগেই মতোই আছে যেমনটা তুমি চিনতে

সাধের এই দেহটাও
এক মুঠো সাদা ছাই হবে,
সবি তো পিছে পড়ে রবে।
চুকে যাবে সময়ের
যত কিছু হিসেব নিকেশ
এই তো জীবন ।
চলার পথে ,পথের বাঁকে নেই তো আপন পর,
কি আর পাবি কি আর দিবি আঙ্গুল গুণে কি!
লাভের খাতায় হিসাব করে জীবন ভরে কি?
আজ পাওনা দেনা মিটিয়ে দিয়ে আয়রে ছুটে আয়।
সুযোগ এসেছে আজ, শেষবার আকাশ দেখার
দেহের কী দাম আর। সে তো শুধু মালিক, ছায়ার।
জাঁকিয়ে বসা আসলে এক শিকড় সুলভ আইন
গাছই জানে পাখি মাত্রেই নিপাট পরিযায়ী ।
উচ্চাকাঙ্খী উন্নতশির গাছের,
তারকার থেকে মাটিই কিন্তু কাছের।
সব গাছেরা বৃক্ষ হলেই জেতে!
তৃণ প্রজাতিই বিরাজ করে ক্ষেতে

হে আক্রান্ত পৃথিবী ;তুমি অপরাজিত হও !
মাঝে মাঝে আমি মুখ বন্ধ রাখি আর মাথা নত করে নি। এর মানে আমি ‘পরাজিত নই’; ‘আমি পরিণত’।
ইচ্ছাগুলোকে স্বাধীনতা দাও, উড়তে দাও আকাশে।লোকের কথায় কান দিও না, সে তো রোজই ওড়ে বাতাসে।
কবে যেন বড় হলাম , পেরিয়ে এলাম ছেলেবেলার কড়িকাঠ,চিলে কোঠা ঘর আজও ডাকে,আজ ও কাঁদে সহজপাঠ।
প্রতিটি সকাল শুধু শুভেচ্ছার নয় শুভ আরম্ভের ও।
আমি নিজেকে ভালোবাসি ;নিজের যেটা করতে ইচ্ছা হয় সেটাই করি, কারণ জীবন একটাই ,সে জীবন আর ফিরে পাব না।
সময় তুমি সত্য ,সময় তুমি নিত্য, সময় তুমি একলা রাজা, আমরা সবাই ভৃত্য ।
আমাদের ধর্ম বাঁচা। কৃষক বা কবি —
ফলনে চেনায় জাত। লাগে না পদবি।

বেঁচে থাকাটাই আজ উৎসব ।
ডুবলে উঠতে হবে সূর্য শিখিয়েছে ।
তুমি কেবল দাঁড়াও হেসে
আমার ছায়াপথটি ধরে,
লক্ষ প্রদীপ উঠবে জ্বলে আমার অন্তরে।।
হতে পারি গল্প,
তুমি কাছে টানলে,
হতে পারি জানলা,
এ হাওয়া ও তোমার কারণে
গন্ধেমাখা মিষ্টি চিঠি টাতে,
ছোট্ট কটি কথা, কেমন আছো তুমি ?
সেইটুকুতে শুকনো মরা ডালে,
ফুল ফুটিয়ে দিলো দুরন্ত মৌসুমী
তুমি এ মনে জ্বেলেছো আলো
এ জীবন লাগে যে ভালো,
দিন গুলো হেসে যায় কার যেন ইশারায়
তুমি যে আমার এমনই আপন …
এ আঁধারে মায়া বাড়ে
পারো যদি কোরো ক্ষমা,
আশা রাখি দেখা হবে
শুভরাত্রি প্রিয়তমা।

শরীর মনের আড়ালে
তুমি আছ শুধু তুমি,
তুমি এসো আমার কাছে
এ গিটারে তুমি বাজে।
ভালোবাসো তুমি আমায়
তুমি ছাড়া অসহায়।
কেন দিসরে চুমুক তবে বিষয়ের বিষে,
সবি তো ধূলোয় যাবে মিশে।
থাকবেনা গায়ে তোর
ঝলমলে দামী ওই বেশ,
চিতাতেই সব শেষ।
সবাই ভীষণ ব্যস্ত যে আজ ,থাকি যে যার কাজে
অতীতগুলো দিচ্ছে উঁকি আজও মনের মাঝে
পুরোনো সেই দিনগুলিকে বড্ড ভালোবাসি
চলনা আবার পিছন ফিরে অতীত ঘুরে আসি।
দেখে নিন দুঃখ নিয়ে ক্যাপশনগুলি
দুঃখের জীবন নিয়ে নানা বাংলা লাইন আপনার ডিপির জন্যে
একাকিত্ব নিয়ে বাংলা ক্যাপশন

চোখে তো দেখি না কিছু, রাস্তারা যেদিকে বলে, হাঁটি।
শরীরে পোশাক সাঁটা, মনে লেগে কবরের মাটি।
যদি আরেকটিবার চোখ রাখি সে ইতিহাসে,
নদীজল আর পাতাদের করি স্থবির,
দেখেছি তুমি আলোর মতই রয়ে গেছো সরে সরে,
ছায়ারাই আমার আসল তসবির।
খোলা তলোয়ার দাও যদি এ হাতে,
পক্ষীরাজে সাতটি সমুদ্দুর।
দেখতে আমি রাজার মতই বটে,
তবে কেয়ার অফ্ নিঃসম্বলপুর।।
আর নয় নিস্ফল ক্রন্দন
শুধু নিজের স্বার্থের বন্ধন
খুলে দাও জানালা আসুক
সারা বিশ্বের বেদনার স্পন্দন।
যে তোমাকে শিখিয়েছে দখলের কথা,
জেনো সে ধর্মই নয়। প্রাতিষ্ঠানিকতা।
কান্না দিয়ে মুকুট গাঁথা, পালক দিয়ে জয়
কৈশোরের মৃত্যু হলো। ঈশ্বরের নয়।
সারা জীবনের মতো একবারই এই মৃত্যুসাজ…
এতদিন প্রাণ ছিল। অমরত্ব শুরু হলো আজ।

আয়নায় দেখা মানুষটাকে বিশ্বাস করবেন না। সে ঠিক আপনার উল্টো।
তোমার নজরে অর্ধেক ভরা
তোমার নজরে অর্ধেক খালি
এই জগতের সবাই সঠিক
যে যার দৃষ্টিভঙ্গিতে চলি ।
অস্থায়ী জীবনে চিরস্থায়ী হল মানুষের সুন্দর ব্যবহার, যা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকে।
গন্তব্য জানি না; জীবন যে পথে নিয়ে চলেছে ,সেই পথেই চলেছি ।
জীবনযুদ্ধে শুধু তারাই জেতে যারা ভাবে,’ জিতব আমি’।
নিজের জীবনের লড়াই নিজেকেই করতে হয়; জ্ঞান অনেকেই দেবে কিন্তু সঙ্গ কেউ দেবে না ।
যারা নিয়ম ভাঙে তারাই পারে ইতিহাস গড়তে ।
যে তোমাকে শিখিয়েছে দখলের কথা,
জেনো সে ধর্মই নয়; প্রাতিষ্ঠানিকতা।
নিত্য দিনের ক্লান্তি যত উড়ে যাক সব ধুলোর মত,
আনন্দ আর খুশির কথা এই নিয়ে হোক জীবনগাথা ।
আমার ভিতরে বাহিরে অন্তর অন্তরে আছো তুমি; হৃদয়জুড়ে ।

অভ্যাসে নয় অনুভবে থাকিস মন,
অনুভবে যে করে যাপন ; সেই তো পরম আপন ।
ভুল করে ভালোবেসে ফেলা যায় কিন্তু ভুল করে কখনোই ভুলে যাওয়া যায় না।
মন সবার নিজেরই হয়,কিন্তু ভাবে অন্যের কথা।
ঋতুর ফেরে চুপিসারে ,বয়স শুধু বাড়ুক
মনের খামে সতেজ একটা ছেলেমানুষি থাকুক।
দূরে আছ তবু কথা হয় বিনিময় ; জানো না তো কী নিবিড় এই পরিচয় ।
ওগো প্রিয় ,জাগব বাসর শূন্য শয্যা পাতি ,
আমার বিফল রাতি।
চোখ কাঁদে অনেক পর; আগে কাঁদে অন্তর।
ঈশ্বর মানুষকে প্রচুর ক্ষমতা দিয়েছেন শুধু মানুষের মন বোঝার ক্ষমতাটাই দেননি ।
আমি নিজের দুর্বলতা কখনও অন্যের কাছে প্রকাশ করি না কারণ গোটা দুনিয়ার মানুষ আকাশে ঘুড়ি কেটে পড়তে দেখলেই হাততালি দেয়।
নকল বন্ধুত্ব এবং মুখোশধারী মানুষদের ডেডিকেট করে ক্যাপশনগুলি
বন্ধুতালোভ আকাশ্চুম্বী অসংযমের ফল
হাহাকারেই পুড়িয়ে মারে বুকের দাবানল।
তোরা হাত ধর , প্রতিজ্ঞা কর …
চিরদিন তোরা বন্ধু হয়ে থাকবি …
‘বন্ধু ”কথার মর্যাদাটা রাখবি !
তারাই সুখী যারা নিজেদের ত্রুটি মেনে নিয়ে নিজেদের সংশোধন করতে পারে ।

আমি সবসময় নিজেক সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না, কারণ প্রত্যাশাই সবসময়ই জীবনের দুঃখের কারণ হয়ে দাঁড়ায় ।
পৃথিবীতে আনন্দ এবং দুঃখ এই উভয় অনুভূতি ই বিরাজ করে সমানভাবে। একজন যখন কেউ চরম আনন্দ পায়, অন্য জনকে চরম দুঃখ পেতে হয়।
এই পৃথিবীতে একসাথে কখনো সবাইকে সুখী রাখা সম্ভব না । কেউ না কেউ অসন্তুষ্ট থাকবেই।
সুখ কেনা যায় না বা কারো থেকে ধার নেয়া যায় না । সুখ হলো মানুষের অভ্যন্তরীণ একটি প্রতিক্রিয়া ;সুখী হতে হলে বেশী কিছু লাগে না । শুধু একটা সুখী মন হলেই যথেষ্ট ।
সুখের দিন কারও কাছে নিজে থেকে আসে না; বরং আমাদেরই এমন দিনের দিকে এগিয়ে যেতে হয়।
সেই আনন্দই হলো যথার্থ আনন্দ যা দুঃখকে অতিক্রম করে মানুষের কাছে আসে।
আজকে মোদের বড় ই সুখের দিন
আজ ঘরের বাধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন।
মানুষ যতটা সুখী হতে চায়, সে ততটাই সুখী হতে পারে কারণ সুখের কোনো পরিসীমা নেই।
কাউকে মন থেকে বিশ্বাস করে ঠকে গেলে বিশ্বাসের ওপর ভরসাটাই চলে যায়।’
যেদিন পৃথিবী থেকে বিশ্বাস নামক বস্তুটি চলে যাবে সেদিন পৃথিবী ও একটি ধ্বংসস্তূপে পরিণত হবে।
যে বিশ্বাস করে আর যে বিশ্বাস অর্জন করে তারা দুজনেই সমান গুরুত্বপূর্ণ ।
মাথাব্যথা করলে একটা প্যারাসিটামল খেয়ে নিতে বলাটা হচ্ছে কেয়ারিং । আর মাথায় হাত বুলিয়ে দেয়াটা হচ্ছে ভালোবাসা।
সফল জীবন কাকে বলে? যে জীবনে কোনো সখ নেই তাকেই সফল জীবন বলে
ঘুম ভাঙ্গেছে তবু বিছানা আমাকে ছাড়ে না কেন আরও ঘন্টাখানেক শুয়ে থাকা মানে কি অলসতা নাকি সত্যি বিছানা আমাকে ভালোবাসে….
কতো ঝড়-মেঘ দুঃখ-হাসি মানুষের জীবনে
মনটা শুধু ভরে ওঠে বন্ধু তোর আগমনে
সত্য মিথ্যা সততা প্রতারণা বলে কিছু নেই!!! তুমি যেভাবে দেখাবে – দুনিয়া সেই ভাবেই দেখবে।
কিছু কিছু মানুষ আছে যারা অন্যকে টিস্যু পেপার মনে করে,নিজের প্রয়োজনে ব্যবহার করে, প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলে দেয়
পড়াশোনা হচ্ছে আমার বাম হাতের খেলা কিন্তু সমস্যা হলো আমি ডানহাতি খেলোয়াড
বিখ্যাত হওয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে বিশ্বাসী হওয়া সত্য কথা বলা এবং সুন্দর করে লেখা অভ্যাসের ওপর নির্ভরকরে
শিক্ষাকে যদি দুর্মূল্য মনে হয় তবে অঙ্গতাই বাঞ্চনীয়
শেষ পর্যন্ত সব ঠিক হয়ে যাবে। যদি এটি ঠিক না থাকে তবে শেষ নয়
আমার কাছে তারা শুধু বন্ধু নয় বরং তারা সব হৃদয়ের টুকরো
বন্ধুরা তো এমনিতেই অমূল্য হয়, গলা জড়িয়ে ধরতেই যেন সব দুঃখ ঘুচে যায়
বিখ্যাত হওয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে বিশ্বাসী হওয়া
সত্য কথা বলা এবং সুন্দর করে লেখা অভ্যাসের ওপর নির্ভরকরে
সাদা রঙের ড্রেস পছন্দ….
পরলে সবাই বলে ভালো লাগছে অদ্ভুত!!!
যখন মরে যাবো তখন তো সাদা রঙের কাপড়ই পরে থাকবো
তখন সবাই কি বলবে??

তুমি যদি কাউকে হাসাতে পার, সে তোমাকে বিশ্বাস করবে। সে তোমাকে পছন্দও করতে শুরু করবে।
হৃদয়ের গভীরে যার বসবাস, তাকে সবকিছু বলতে হয় না। অল্প বললেই সে বুঝে নেয়।
আপনার রাগের জন্য হয়তো কেউ আপনাকে শাস্তি দেবে না , কিন্তু আপনার রাগই আপনাকে শাস্তি দেবে
না আমি সিঙ্গেল না আমি মিঙ্গেল আমি just booked করা আছি , তার জন্য যে আমার যোগ্য ????
Yes I’m know কেন ? আমি সিঙ্গেল কারণ মা আমার জন্য already একটা পাগলী খুঁজে রেখেছে ????
আরে মশাই আমরা খাঁটি বাঙালি , খাওয়া – দাওয়া , নাক ডেকে ঘুমানো , আর আড্ডা দেয়ার পরেও প্রেম করার জন্য সময় কিকরে বার করি বলতো বাপু????
আমি সিঙ্গেল আছি , আমার একান্ত নিজের ইচ্ছায় কেও যদি ভাবে আমি আমার দাঁড়ায় হয়না , So dear তাতে আমার ছেঁড়া গেছে ????
বন্ধু একমাত্র সেই, যে আপনাকে সেই রূপেই দেখতে চায় যেমনটা আপনি নিজে
চোখ কখনো মিথ্যা বলে না কারণ মুখোশ আজও চোখ দুটোকে ঢাকতে পারেনি ।
সৌন্দর্য চেনা সহজসাধ্য ; হৃদয় জানা তো কঠিন,
হৃদয় বুঝতে শিখে গেলে সেদিন তুমি প্রবীণ।
ভালোবাসা হলো অনুভূতির পূর্ণতা।
এখন আমার সমস্ত শোক গাছের ছায়ায় বিচার্য।
শরীর দেখে বলছে লোকে – এই তো ছিল সায়াহ্নে
সেই কবে তার মন মরেছে, মৃত্যু কি হয় দু’বার তার?
এমন বসন্ত দিনেও যদি আকাশ ঢেকে যায়
মেঘ বলেছে আমি ই নেব মন খারাপের দায় ।
ততটা ভালো থেকো,
যতটা ভালো থাকলে আমাকে
আর মনে পড়বে না।
খনন শোকে গাছ টলে যায় বাস্তুহারা পাখি।
আকাশ হাসে; দেশ সীমা মাপ আদপে এক ফাঁকি।
লেখার ওপর দিয়ে ব্যাকস্পেস চালিয়ে দিলে
লেখা মুছতে মুছতে পেছনে হাঁটে
তারপর এক সময়ে ফুরিয়ে যায়
ঢুকে পড়ে সেই চিন্তার মধ্যে, যেখান থেকে সে এসেছিল।
আগ্রাসনের এই আবহে, বিরুদ্ধতার আঁচে
আমরা যেন থাকতে পারি, বাংলা ভাষার কাছে।
গুছিয়ে নেবার পালা এখন চরিত্রেরা অগ্রগামী , সূচিপত্র ঘেঁটে দেখলে পুরনো দিন ভীষণ দামি ।
কথা যখন দিলাম, তখন বিদায় নিলো ছুটি,
থাকব পাশে। যেমন থাকে রক্তে, প্রতিশ্রুতি।
বয়স বাড়ে -আয়ু কাড়ে
হাসির দৈর্ঘ্য ছোট হয় ,
সম্পর্ক মরে -স্মৃতি গড়ে
এরই নাম জীবন বোধহয়।
সম্পর্ক একটি গাছের শিকড়ের মতো হওয়া উচিত ; ফুলের মতো নয় কারণ ফুল শুধু সুবাস দিয়েই ঝরে যায় ,
কিন্তু শিকড় আমৃত্যু থেকে যায়।
হে ঈশ্বর তুমি আমায় এমন শক্তি দাও
যাতে আমার বিশ্বাস কখনো ভেঙে না পড়ে।
ঈশ্বরের প্রতি আস্থা রেখেছি আমি
মানি এর থেকে হয় না কিছুই দামি
পেয়েছি মনেতে ভরসা, সততা, বল
ধুয়ে মুছে যাবে যত কপটতা , ছল ।
আমি বিশ্বাস করি যে,
কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে
জগতের কোনো শক্তিই তাকে
বঞ্চিত করতে পারেনা।”

গভীর রাত কখনো বর্তমানের কথা বলে না,
কিছু ব্যর্থ অতীতকে মনে করিয়ে দেয়!
আপনার রাগের জন্য হয়তো কেউ আপনাকে শাস্তি দেবে না , কিন্তু আপনার রাগই আপনাকে শাস্তি দেবে।
স্বাভাবিক ব্যাপারগুলোকে স্বাভাবিকভাবে মেনে না নিতে পারা মানুষগুলোই অস্বাভাবিক হয়ে থাকে |
প্রকৃত স্মার্ট তারা , যারা সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে
মানুষের জীবনের সুখ আর Android ফোনের চার্জ কখনই দীঘস্থায়ী নয় !
একসময় কষ্ট কে খুব ভয় পেতাম
এখন ভালোবাসা কে ভালোবাসা ভয় পায় ।
হতে পারি বদনাম,
হতে পারি ডাকনাম,
হতে পারি সত্যি, তোমারই জন্যে।
খেতে হবে অর্ধেক, হাঁটতে হবে দ্বিগুণ
হাসতে হবে তিন গুণ আর ভালোবাসতে হবে পরিমাপবিহীন।
অচেতনের বন্ধনই হলো দাসত্ব আর সচেতনের বন্ধন ই যে প্রেম।
যার অনুভূতি সে ই বোঝে, বাকিরা সব গল্প খোঁজে।
ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে;কষ্ট পেলেও ছাড়া যায় না আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না।
ভালোবাসা কখনো মাপা যায় না শুধু দেওয়া যায়।
বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায়
অনেক দিন পর, আবার চেনা মুখ… বন্ধু কি খবর, মুহূর্তরা বলুক….
ভালো বন্ধু, ভালো ভাবনা, ভালো বই – এই তিনটি জিনিস পারে মানুষের জীবন বদলে দিতে ।
জীবনকে রঙিন করতে রঙের প্রয়োজন হয় না; প্রয়োজন একটি ভালো বন্ধুর ।
বয়সের সাথে সাথে বন্ধুর সংখ্যা কমে যায় ঠিক ই, তবে শেষে জে কটি বন্ধু থেকে যায় তাদের প্রত্যেকেই খাঁটি সোনা ।
বন্ধুত্ব কখনো বিশেষ মানুষের সাথে হয় না ; যাদের সাথে হয় তারাই বিশেষ হয়ে যায়।
যদি ফিরে যাওয়া যেত চেনা পৃথিবীতে, বন্ধুর হাত ধরে চেনা আড্ডা তে,যদি ফের উৎসবে মিলতাম সবে!….আজকে হয়নি তো কী ?একদিন হবে !

সুখের কথা তারেই বলো, দুঃখে যেজন বোঝে তোমায়;
দুঃখের কথা তারেই বলো ব্যথায় যেজন হাসায় তোমায়।
সব গাছেরা বৃক্ষ হলেই জেতে!
তৃণ প্রজাতিই বিরাজ করে ক্ষেতে।
সুখ রহেনা পথে পড়ে,
সুখ নিতে হয় হাতে গড়ে।
নীরবতা এবং হাসি দুটোই জীবনের ক্ষেত্রে প্রয়োজনীয়। হাসি যেমন সমস্যা মেটাতে সাহায্য করে, নীরবতা সেই সমস্যাগুলিকে এড়িয়ে চলতে শেখায়।
জীবন সকলের শিক্ষাগুরু।
শিখতে হয় মাথা নিচু করে; বাঁচতে হয় মাথা উঁচু করে।
প্রতিভা তর্ক করে না ;সৃষ্টি করে ।
গতিময় এ জীবনে বাঁচো প্রাণভরে ;ঘৃণা নয় হিংসা নয় ভালোবাসা থাক অন্তরে ।
পরিচয় সবার সাথে রেখো, তবে ভরসাটা দেখো নিজের ওপরে ।
ছোট ছোট আশাগুলো নিয়েই বেঁচে থাকা হল জীবন ।
ঘরে ফেরার পালা ;ব্যস্ততা শেষ ,আর এক ব্যস্ত দিনের অপেক্ষায় রইলাম !
‘বদল’ শব্দটির বেশিরভাগ জুড়েই আছে ‘দল’। মনে রাখা ভাল।
ছোট্ট জীবনের দর্শন থাক সরলতা আর খুশি,
যা পেয়েছি তাই যে অনেক চাইনা আর বেশি।
হাওয়ার হাতকড়া পরে, যদি রোদ্দুরে রাখি মুখ,
দেখেছি, ভালবাসাটাই সেরে না যাওয়া একমাত্র অসুখ।
শুষ্ক কাষ্ঠে যদি এত সুর হয়
সুরময় কেন হবে না হৃদয় ?